TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ছোট নৌকায় অভিবাসন বেড়েই চলেছে, ২০২৫ হলো ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ বছর

ইংলিশ চ্যানেল দিয়ে ছোট নৌকায় অভিবাসন নতুন করে উদ্বেগ বাড়িয়েছে যুক্তরাজ্যে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, শনিবার একদিনেই ১৩টি নৌকায় করে ৮০৩ জন অভিবাসী চ্যানেল পারি দিয়েছেন। এটি চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ সংখ্যা এবং গত বছরের ৮ অক্টোবরের পর সর্বোচ্চ দৈনিক পারাপার হিসেবে নথিভুক্ত হয়েছে।

শনিবারের এই বড় সংখ্যক আগমনের ফলে চলতি সপ্তাহে মোট চ্যানেল পারাপারকারী অভিবাসীর সংখ্যা দাঁড়িয়েছে ১,৩৭৪ জন। এসব মানুষ ২৩টি আলাদা নৌকায় করে যুক্তরাজ্যের উপকূলে পৌঁছান, যা সপ্তাহজুড়ে সীমান্ত ব্যবস্থাপনার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।

হোম অফিসের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত মোট ৪১,৪৫৫ জন অভিবাসী ৬৭১টি ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন। এই পরিসংখ্যান ২০২৫ সালকে ছোট নৌকায় অভিবাসনের দিক থেকে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ বছরে পরিণত করেছে।

এর আগে ২০২২ সালে সর্বোচ্চ সংখ্যক মানুষ—মোট ৪৫,৭৫৫ জন—এই ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করে যুক্তরাজ্যে প্রবেশ করেছিলেন। চলতি বছরের বর্তমান গতি অব্যাহত থাকলে সেই রেকর্ডের কাছাকাছি পৌঁছানোর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ক্রমবর্ধমান এই সংখ্যা যুক্তরাজ্যের অভিবাসন নীতি, সীমান্ত নিরাপত্তা এবং আশ্রয় ব্যবস্থাপনা নিয়ে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চাপ তৈরি করছে। স্মল বোটে চ্যানেল পারাপার রোধে সরকারের নেওয়া পদক্ষেপগুলো কতটা কার্যকর—তা নিয়ে প্রশ্ন আরও জোরালো হচ্ছে।

সূত্রঃ স্কাই নিউজ

এম.কে

আরো পড়ুন

লন্ডন শহরে বাড়ছে লাগামছাড়া ভাড়া

অ্যাপল যুক্তরাজ্য সরকারের অনুরোধে ডেটা সুরক্ষা টুল সরিয়ে নিল

টাওয়ার হ্যামলেটসে মুখোশধারী বিক্ষোভে ক্ষুব্ধ নাইজেল ফারাজঃ ‘এ যেন বিদেশি বাহিনীর আগ্রাসন’