ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া ছোট নৌকা ঠেকাতে ফরাসি পুলিশের কড়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্যের সরকার। ফরাসি কর্তৃপক্ষের নৌকা কেটে দেওয়া বা ফুটো করে দেওয়া দৃশ্যকে ‘মনোরম নয়’ বলে উল্লেখ করলেও, এটি সঠিক কৌশল বলে মনে করছেন ব্রিটিশ পরিবহন মন্ত্রী হেইডি আলেকজান্ডার।
সম্প্রতি ফরাসি পুলিশের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে বোলন শহরের উপকূলে রাবার নৌকায় ছুরি চালিয়ে তা ফুটো করতে দেখা যায়। ভিডিওটি সামাজিক মাধ্যমে বিতর্ক তৈরি করলেও যুক্তরাজ্য সরকার এটিকে বিপজ্জনক যাত্রা ঠেকাতে কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছে। আলেকজান্ডার বলেছেন, “চিত্রটি দেখে ভালো লাগেনি, তবে এমন পদক্ষেপ আমরা সমর্থন করি।”
এই মন্তব্য এসেছে এমন সময়ে, যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর মধ্যে একটি নতুন দ্বিপাক্ষিক পরিকল্পনা ঘোষণা হওয়ার অপেক্ষায়। মাক্রোঁ রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার যুক্তরাজ্যে আসছেন, যেখানে একটি যৌথ অ্যাঙ্গলো-ফরাসি সম্মেলন ও পার্লামেন্টে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
ফ্রান্সের পক্ষ থেকে ঘোষণা আসতে পারে যে, পুলিশ কর্মকর্তারা এখন থেকে উপকূল থেকে ৩০০ মিটার পর্যন্ত অগভীর পানিতে গিয়ে নৌকা আটকে দিতে পারবে। এর জন্য আন্তর্জাতিক সমুদ্র আইন অনুসারে প্রটোকলে কিছু পরিবর্তন প্রয়োজন হবে যাতে জাতিসংঘের আইন লঙ্ঘন না হয়।
এদিকে, “একজনকে নিলে একজন ফেরত” — আশ্রয়প্রার্থী বিনিময় চুক্তি নিয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। তবে ফরাসি পুলিশের নতুন পদক্ষেপকে কেন্দ্র করে আলোচনা যে গতি পেয়েছে, তা স্পষ্ট।
চলতি বছরের প্রথম ছয় মাসে ২০,০০০ এর বেশি মানুষ ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছেছে — যা গত বছরের তুলনায় ৪৮ শতাংশ বেশি। এ বিষয়ে স্টারমারের ওপর চাপ ক্রমেই বাড়ছে।
আলেকজান্ডার বলেন, “আমরা জনগণের স্বার্থে এবং জাতীয় স্বার্থে অর্থ ব্যয় করি। ফরাসি পুলিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চলছে এবং এই সফর সেই অংশীদারিত্ব আরও জোরদার করবে।”
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এম.কে
০৮ জুলাই ২০২৫