14.1 C
London
August 3, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

জনকণ্ঠে ‘র’-এর রহস্যময় সক্রিয়তা, সাংবাদিকদের চাকুরিচ্যুতি ও সংবাদ প্রচার বন্ধ

দৈনিক জনকণ্ঠে সম্প্রতি ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ (RAW)-এর প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। ৩১ জুলাই রাত থেকে পত্রিকার মালিক অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে অস্বাভাবিকভাবে সক্রিয় ছিলেন। তিনি একাধিক সাংবাদিককে ফোনে হেনস্তা করেন এবং কিছু ভারতীয় নাম্বারের ব্যক্তিকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করেন। তাদের কর্মকাণ্ড ছিল সন্দেহজনক ও রহস্যময়।

 

১ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগের শোক প্রস্তাবের সাথে একাত্মতা প্রকাশ করে পত্রিকার ফেসবুক পেজে ব্যানারের ফটোকার্ডের রঙ লাল থেকে কালো করে খবর প্রচার করা হয়। এই পদক্ষেপে পত্রিকার সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা তীব্র প্রতিবাদ জানায়।

প্রতিবাদের জেরে হঠাৎ করেই ২০ জন সাংবাদিককে চাকরিচ্যুত করে মালিকপক্ষ। এই ঘটনা জনকণ্ঠের সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।

চাকরিচ্যুতির প্রতিবাদে পত্রিকার সকল সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারী একযোগে সংবাদ প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়। এর ফলে জনকণ্ঠের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং পত্রিকাটি অভ্যন্তরীণ অস্থিরতার মুখে পড়েছে।

সূত্রঃ জনকণ্ঠ

এম.কে
০৩ আগস্ট ২০২৫

আরো পড়ুন

সালমান এফ রহমানের লন্ডনের সম্পদ ক্রোক, কোম্পানির শেয়ার ফ্রিজ

সাবেক এমপিসহ ৫ জনকে আটক করে পুলিশে দিল ছাত্র-জনতা

নিউজ ডেস্ক

ড. ইউনূসের ‘বিচার চাওয়া’ গৌতমই হলেন ইউএসটিসির উপাচার্য