2.7 C
London
January 20, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

‘জয় বাংলা’ কনসার্ট বয়কট করলেন সংগীত শিল্পী সিনা হাসান

কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল সারাদেশ। এক দফা এক দাবিতে রাজপথে শিক্ষার্থীরা। তাই তো জীবন বাজি রেখে কোটা সংস্কার চেয়ে রাস্তায় নেমেছে তারা। চলমান এই ইস্যুতে বেশ সরব দেশের শোবিজ অঙ্গন। কোটা সংস্কার চেয়ে আন্দোলনরতদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীসহ ইউটিউবার ইনফ্লুয়েন্সারাসহ সংগীত শিল্পীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগীত শিল্পী সিনা হাসান এক পোস্ট করে ‘জয় বাংলা’ কনসার্ট বয়কট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একজন শিল্পী হিসেবে আমি ‘জয় বাংলা’ কনসার্ট বয়কট করলাম। এই ঠ্যাং চাটা তোষামোদকারী ‘ছেলেভুলানো’ কনসার্টে আমাকে শিল্পী বা দর্শক কোন হিসেবেই যেনো কখনই ডাকা না হয়।’

ক্যাপশনের শেষাংশ তার ভাষ্য, ‘আর আমার ব্যান্ডের অন্য মেম্বাররা যদি এটা না মানে তাইলে বাংলা ফাইভ ত্যাগ করতেও কুন্ঠাবোধ করবো না, যদিও আমার ব্যান্ডমেটদের সেই সম্ভাবনা আদৌ নাই।’

এ পোস্টে ভক্ত-অনুরাগীরে একাত্মতা প্রকাশ করেছেন। কমেন্ট বক্সে আহমেদ নাফি নামে একজন লিখেছেন, ভাই সময়ের সাহসী সীদ্ধান্তটা নিলেন। বুকে আসেন ভাই আপনার এই প্রতিবাদ, গুলি খেয়ে শহীদ ছাত্র বা আহত ছাত্রদের পক্ষে শক্তি হিসাবে কাজ করবে আশা করছি আপনার থেকে দেখে অন্যরাও শিখবে, কৃতজ্ঞতা।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১৮ জুলাই ২০২৪

আরো পড়ুন

শেখ হাসিনার ফ্যাসিস্ট দলের বাংলাদেশে কোনো জায়গা নেইঃ ড. ইউনূস

পিলখানা হত্যাকান্ডঃ ভারতীয় এজেন্টদের রক্ষায় কতিপয় উপদেষ্টার জড়িত থাকার অভিযোগ

বাংলাদেশের তথ্য প্রযুক্তির উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহী সৌদি আরব