4 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

জলবায়ু সম্মেলনে যুক্তরাজ্য সরকারের বহর নিয়ে নতুন সমালোচনা

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ৫,০০০ মাইল বিমান ভ্রমণ করে জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করেন। যুক্তরাজ্যের প্রায় ৪৭০ জনের প্রতিনিধি নিয়ে তিনি সম্মেলনে অংশগ্রহণ করেন।

স্যার কিয়ার স্টারমারকে দ্বিচারিতার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে বলে ডেইলি মেইলের খবরে জানা যায়। কারণ হিসাবে প্রকাশিত হয় যে, যুক্তরাজ্য জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে ৪৭০ জন প্রতিনিধি পাঠিয়েছে। সম্মেলনটি আয়োজিত হয়েছে আজারবাইজানের রাজধানী বাকুতে।

যুক্তরাজ্যের এই বিশাল প্রতিনিধিদল কপ-২৯(CoP-29) আলোচনায় অংশ নিয়েছে, যা শুধু বড় কার্বন ফুটপ্রিন্টই তৈরি করেনি, বরং করদাতাদের কোটি কোটি পাউন্ড খরচ করেছে। অথচ বিশ্বের সবচেয়ে বড় দূষণকারী দেশগুলোর নেতারা, যেমন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই আলোচনা বর্জন করেছেন।

প্রকাশিত তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স, জার্মানি এবং ইতালির মতো প্রধান ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিদলের থেকেও বড়।

স্যার স্টারমার কপ-২৯(COP-29) সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে ‘বিশ্বব্যাপী নেতৃত্বের’ ভূমিকা নিতে যুক্তরাজ্যের লক্ষ্য ঘোষণা করেছেন। কিন্তু তার গ্রিনহাউস গ্যাস নির্গমন ৮১% হ্রাসের অঙ্গীকার সমালোচনার জন্ম দিয়েছে, কারণ এটি অর্জন করতে মানুষকে মাংস খাওয়া কমাতে বা গ্যাস বয়লার পরিবর্তন করতে হতে পারে।

যুক্তরাজ্যের প্রতিনিধিদলে ৩৫৪ জন সরকারি কর্মকর্তা এবং মন্ত্রী অন্তর্ভুক্ত ছিল। বাকি ১১৬ জন ছিলেন ব্রিটিশ ব্যবসায়ী, নীতিনির্ধারক এবং সাংবাদিক।

প্রতিনিধিদের মধ্যে সাতজন মন্ত্রী, আটজন ব্যক্তিগত সচিব, চারজন সংসদ সদস্য এবং চারজন লর্ড ছিলেন।

এড মিলিব্যান্ডের এনার্জি বিভাগের ১০০ জনেরও বেশি কর্মকর্তা এবং ডাউনিং স্ট্রিটের ৩০ জনের বেশি কর্মকর্তা এই সম্মেলনে যোগ দেন।

কিছু প্রতিনিধি বিলাসবহুল হোটেলে থেকেছেন, যেখানে হোটেল রুমের ভাড়া (স্পেশাল) প্রতি রাত ৮০০ পাউন্ড এবং সাধারণ রুমের ভাড়া ৪০০ পাউন্ড।

সম্মেলনের ভেন্যুর একটি বারে এক বোতল ওয়াইন ১,৫৩৮ পাউন্ডে বিক্রি হয়েছে বলে খবরে জানা যায়।

বাকু থেকে লন্ডনের দূরত্ব প্রায় ২,৫০০ মাইল। ফলে প্রতিনিধিদল মোট ২৩ লাখ বিমান মাইল ভ্রমণ করেছে। প্রত্যেক যাত্রীর প্রত্যাবর্তনে অন্তত ০.৭ টন কার্বন ডাই অক্সাইড নির্গত হয়েছে। এতে এই প্রতিনিধিদলের মোট কার্বন ফুটপ্রিন্ট দাঁড়ায় ৩৩৮ টন।

এমনকি লেবার পার্টির নিজস্ব সদস্যরাও এই বিশাল প্রতিনিধিদল নিয়ে সমালোচনা করেছেন।

এমপি গ্রাহাম স্ট্রিঙ্গার বলেছেন, “এটি নেট-জিরো নীতির সাথে এক ধরনের প্রতারণা ছাড়া আর কিছু নয়।”

রিফর্ম এমপি রিচার্ড টিস একে “ভণ্ডামির চূড়ান্ত নিদর্শন” হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, “৩০-৪০ জন প্রতিনিধির অংশগ্রহণই যথেষ্ট ছিল কিন্তু ১০ গুণ বেশি লোক পাঠানো সম্পূর্ণ অযৌক্তিক।”

উল্লেখ্য যে, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ সম্মেলনের শুরুতে জ্বালানি তেল ও গ্যাসকে ‘ঈশ্বরের দান’ বলে উল্লেখ করেছেন।

যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র বলেছেন, “আমাদের ক্লিন এনার্জি সুপারপাওয়ার হওয়ার লক্ষ্যের মাধ্যমে আমরা কার্বন নির্গমন কমানোর জন্য কাজ করছি। সম্মেলনে যোগদান যুক্তরাজ্যের জাতীয় স্বার্থে ছিল। এর কার্বন ফুটপ্রিন্ট আমাদের লক্ষ্য অর্জনের ফলে সৃষ্ট সুবিধার তুলনায় নগণ্য।”

জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বান কি-মুন সহ অনেক বিশেষজ্ঞ কপ’ এর প্রক্রিয়াকে ‘উপযুক্ত নয়’ বলে অভিহিত করেছেন। তবুও, এই বছর ৬৬,৭৭৮ জন প্রতিনিধি বাকুতে যোগ দিয়েছেন, যা ২০১৭ সালে জার্মানির বনে অনুষ্ঠিত কপ-২৩( COP-23)-এর তুলনায় প্রায় চারগুণ বেশি।

সূত্রঃ ডেইলি মেইল

এম.কে
১৯ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

বেলারুশের বিরুদ্ধে যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা

যুক্তরাজ্যে একের পর এক বন্ধ হচ্ছে হাই স্ট্রিট ব্যাংকের ব্রাঞ্চ

ইউকে জুড়ে ব্ল্যাকআউট: জেনে নিন আপনার বাড়িতে কখন বিদ্যুৎ থাকবে না

অনলাইন ডেস্ক