জাতিসংঘের প্রায় সব মৌলিক চুক্তির পক্ষভুক্ত হলেও এখন পর্যন্ত বাংলাদেশ সংস্থাটির গুম থেকে রক্ষার আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করেনি। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই মানবাধিকার ইস্যুতে বিশেষ গুরুত্ব দিতে চায়।
জানা গেছে, গুম থেকে রক্ষার আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করতে সম্মত হয়েছে অন্তর্বর্তী সরকার। আশা করা হচ্ছে, খুব দ্রুতই জাতিসংঘের গুমবিষয়ক কনভেনশনে যুক্ত হবে বাংলাদেশ।
কূটনৈতিক সূত্রে জানা যায়, বর্তমান সরকার মানবাধিকার ইস্যুকে প্রাধান্য দেবে। সেজন্য গুম থেকে রক্ষার আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করা হবে।
শুধু তাই নয়, অন্তর্বর্তী সরকার মানবাধিকার সংস্থাকে যথাযথভাবে কার্যকর করতে চায়। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল বা সংশোধনের কথাও চিন্তা করা হচ্ছে।
এম.কে
১৯ আগস্ট ২০২৪