5.5 C
London
December 26, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

জাতিসংঘে সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা না করে ফিলিস্তিনের পাশে দাঁড়াল বাংলাদেশ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একই পদে ফিলিস্তিন প্রার্থী হওয়ায় তাদের সমর্থন প্রদর্শনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।

বাংলাদেশ প্রায় পাঁচ বছর আগে এই মর্যাদাপূর্ণ পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। তবে সম্প্রতি ফিলিস্তিন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলে ঢাকা কূটনৈতিকভাবে সংবেদনশীল এক পরিস্থিতির মুখোমুখি হয়। শেষ পর্যন্ত ঐতিহাসিক সম্পর্ক ও ভ্রাতৃপ্রতিম দেশের প্রতি সংহতির কারণে বাংলাদেশ প্রার্থিতা প্রত্যাহার করে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ বিষয়ে বলেন, “ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের গভীর ও ঐতিহাসিক বন্ধন রয়েছে। কয়েক দশক আগে আমরা তাদের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছি এবং আন্তর্জাতিক মঞ্চে তাদের ন্যায্য দাবিকে সবসময় সমর্থন করে এসেছি।”

তিনি আরও যোগ করেন, “ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনের সঙ্গে প্রতিযোগিতা করার কোনো কারণ আমরা দেখি না। বরং এই মুহূর্তে তাদের প্রার্থিতা বিশ্বব্যাপী সমর্থন সুসংহত করবে এবং চলমান সংকট মোকাবিলায় সহায়ক হবে।”

ড. ইউনূস আশাবাদ ব্যক্ত করেন, ফিলিস্তিনের নেতৃত্ব তাদের জাতীয় স্বার্থ এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে এবং তাদের লক্ষ্য বাস্তবায়নে বৈশ্বিক সহযোগিতা জোরদার করবে।

এদিকে বাংলাদেশ ভবিষ্যতেও জাতিসংঘে সক্রিয় ভূমিকা রাখবে বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “আমরা জাতিসংঘে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে সাধারণ পরিষদের সভাপতি হওয়ার ইচ্ছা রাখি।”

সূত্রঃ কালের কন্ঠ

এম.কে
০৩ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

বিদ্যুতের লোড বরাদ্দে এনএলডিসির বৈষম্যের শিকার সিলেট

বাংলাদেশ ভারতকে ঘিরে ফেলতে চীনকে আমন্ত্রণ জানাচ্ছেঃ কংগ্রেস

আইসিইউতে ‘জীবিত’ দেখালেও আইনগতভাবে মৃতঃ কী ব্রেন ডেথ এবং কেন এটি চূড়ান্ত মৃত্যু