TV3 BANGLA
আন্তর্জাতিকবাংলাদেশ

জামায়াত ও হিন্দুত্ববাদ একই পাখির পালক”—বিস্ফোরক মন্তব্য কেরালার মুখ্যমন্ত্রীর

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জামায়াত-ই-ইসলামীকে লক্ষ্য করে তীব্র সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, জামায়াত এবং হিন্দুত্ববাদী শক্তি “একই পাখির পালক”—দুই পক্ষই মৌলিকভাবে একই ধরনের ধর্মভিত্তিক রাজনৈতিক মতাদর্শ ধারণ করে। শুক্রবার এর্নাকুলাম প্রেস ক্লাবে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন।

বিজয়ন অভিযোগ করেন, ভোটের স্বার্থে কংগ্রেস একটি “অপবিত্র ও বিপজ্জনক জোট” গড়ে তুলেছে এবং মুসলিম সম্প্রদায়ের স্বীকৃতিহীন একটি সংগঠনের হাতে নিজেকে বন্ধক রেখে দিয়েছে। তার দাবি, কেরালার মুসলিম সমাজ মূলত সুন্নি, মুজাহিদ ও অন্যান্য ধারার অনুসারী—যাদের অধিকাংশই কখনোই জামায়াত-ই-ইসলামীকে গ্রহণ করেনি। তিনি বলেন, “ইউডিএফ-এর ভোটাররা এই মতাদর্শ সমর্থন করবেন না।”

মুখ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক ইসলামপন্থা ও হিন্দুত্ববাদ একই ধরনের ধর্মভিত্তিক জাতীয়তাবাদ ও ধর্মীয় নির্দেশনানির্ভর রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন দেখে। এই চিন্তাধারাকে তিনি সরাসরি মুসোলিনি ও হিটলারের ফ্যাসিবাদী দর্শনের সঙ্গে তুলনা করেন। তিনি আরও দাবি করেন, আবুল আ’লা মওদুদীর দর্শন অনুসরণ করে জামায়াত-ই-ইসলামী ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মুসলমানদের মধ্যে দীর্ঘদিন ধরে বিভাজন সৃষ্টি করে আসছে।

বিজয়ন আরও বলেন, অতীতেও জামায়াতের সঙ্গে দক্ষিণপন্থী শক্তির সম্পর্কের প্রমাণ রয়েছে। তিনি অভিযোগ করেন, ২০১১ সালে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া গঠনের সময় সংগঠনের নেতৃত্বে ছিলেন একজন বিজেপি সংখ্যালঘু মোর্চার নেতা—যা ছিল একটি “স্পষ্ট ইঙ্গিত”। এছাড়া ২০২৩ সালে জামায়াত আরএসএস–এর সঙ্গে বৈঠক করেছে—এমন প্রতিবেদনও স্মরণ করিয়ে দেন তিনি।

জম্মু ও কাশ্মীর নির্বাচন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী দাবি করেন, বিজেপি ও জামায়াত-ই-ইসলামী একজোট হয়ে বামপন্থী নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামীর বিরুদ্ধে কাজ করেছিল। তবু তারিগামী শেষ পর্যন্ত বিজয়ী হন। বিজয়ন বলেন, ইউডিএফ জামায়াত ও বিজেপি—উভয় পক্ষকে খুশি করার চেষ্টা করায় ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের বহু সমর্থক ক্ষুব্ধ। তার মতে, এই রাজনৈতিক সমীকরণ কেরালার শান্তি ও ধর্মনিরপেক্ষতা ঝুঁকির মুখে ফেলছে।

বিজয়নের বক্তব্য কেরালার রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করেছে, বিশেষ করে কংগ্রেস–জামায়াত সম্পর্ক এবং দক্ষিণ ভারতের মুসলিম রাজনীতির প্রভাব নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সূত্রঃ দ্য অবজারভার পোস্ট

এম.কে

আরো পড়ুন

জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে নাঃ পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক

সৎ মায়ের উপর অত্যাচারের ঘটনায় শাওনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রকমারিতে জাফর ইকবালের বই ‘নট অ্যাভেইলেবল’