TV3 BANGLA
বাংলাদেশ

জামিন পেলেন সিনহার সহযোগী সিফাতও

সাহেদুল ইসলাম সিফাত

মাদক ও হত্যা মামলায় জামিন পেয়েছেন কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খানের সহযোগী সিফাত।

সোমবার (১০ আগস্ট) শুনানি শেষে কক্সবাজারের চিফ জুডিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ জামিন আবেদন মঞ্জুর করেন। একইসঙ্গে সিফাতের বিরুদ্ধে করা দুটি মামলার তদন্তভার পুলিশের কাছ থেকে র‍্যাবে দেয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। সময় টিভিতে প্রচারিত বুলেটিনে এ খবর প্রচার করা হয়।

এর আগে রোববার (৯ আগস্ট) জামিন পান সিনহার আরেক সহযোগী শিপ্রা।

গত ৩১ জুলাই রাতে টেকনাফে পুলিশ চেকপোস্টে সিনহাকে গুলি করা হয়। ওই সময় তার সঙ্গে ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী সাহেদুল ইসলাম সিফাত। আর বিশ্ববিদ্যালটির একই বিভাগের ছাত্রী শিপ্রা হিমছড়ির একটি রিসোর্টে ছিলেন। সেখানে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।

পরে রামু থানায় শিপ্রার বিরুদ্ধে মাদক রাখার অভিযোগে মামলা দেয় পুলিশ। আর সিফাতের বিরুদ্ধে করা হয় হত্যা ও মাদক মামলা।


আরও পড়ুন:
সম্পদের পাহাড় গড়েছিলেন ওসি প্রদীপ
মেজর সিনহা হত্যা: কী আছে সিফাত-শিপ্রার ভাগ্যে!
সিনহার সহযোগী শিপ্রার জামিন, সিফাতের শুনানি ১০ আগস্ট


১০ আগস্ট ২০২০
এনএইচটি

আরো পড়ুন

একযুগ পর বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে

পাচারের অর্থ দেশে ফেরাতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীকে ৫ সংস্থার চিঠি

নিউজ ডেস্ক

নিলামে উঠছে আ.লীগ এমপিদের ৩১টি বিলাসবহুল গাড়ি