2.3 C
London
January 19, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

জার্মানির জনসংখ্যার ১৮ ভাগ অভিবাসী

জার্মানিতে সরাসরি অভিবাসী হয়ে আসা কিংবা অভিবাসী পরিবারে জন্মগ্রহণ নেয়া মানুষের সংখ্যা প্রায় দুই কোটি দুই লাখ৷ এই সংখ্যাটি আগের বছর অর্থাৎ ২০২১ সালের তুলনায় ছয় দশমিক তিন ভাগ বেশি৷

জার্মানিতে বর্তমানে মোট অভিবাসীর সংখ্যা এক কোটি ৫৩ লাখ৷ সেই হিসাবে দেশটির মোট জনসংখ্যার প্রতি পাঁচ জনে একজন তাদের জীবনের কোনো এক সময়ে অভিবাসী হয়ে এসেছেন জার্মানিতে৷

দেশটির প্রায় ৫০ লাখ মানুষ জন্মেছেন অভিবাসী পিতামাতার ঘরে৷ ২০২২ সালের তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে সরকারের পরিসংখ্যান বিভাগ৷

 

 

 

 

কোন সময়টিতে জার্মানিতে সর্বোচ্চ সংখ্যক অভিবাসী এসেছে সরকারের পরিসংখ্যানে তারও উল্লেখ রয়েছে৷ সরকার বলছে, ২০১৩ সাল থেকে ২০২২ সালের মধ্যে মোট ৬০ লাখ লোক অভিবাসী হয়ে দেশটিতে এসেছেন৷

তবে অভিবাসী পরিবারে জন্ম নেওয়া শিশুদের তুলনায় দেশটিতে সরাসরি আসা অভিবাসীদের সংখ্যা বেশি৷

সরকারের পরিসংখ্যান বিভাগ জানায়, দেশটিতে থাকা ছয় ভাগ লোক অভিবাসী পরিবারে জন্মগ্রহণ করেছেন৷ এই সংখ্যা মোট ৪৯ লাখ৷

তাছাড়া আরো ৩৯ লাখ মানুষের মা-বাবার যেকোনো একজন অভিবাসী৷ অবশ্য এসব লোকেদেরকে পুরোপুরি অভিবাসী হিসেবে গণনায় যুক্ত করেনি সরকার৷

আগের পরিসংখ্যানে জার্মানিতে অভিবাসীর সংখ্যা কিছুটা বেশি ছিল৷ এর কারণ হলো, সরকারের পরিসংখ্যান বিভাগের জরিপে অভিবাসনের ইতিহাস আছে এমন ব্যক্তিদেরও চিহ্নিত করা হয়েছিল৷ সেইসঙ্গে অভিবাসী পরিবারে জন্ম নেয়া ব্যক্তিদের তালিকা করা হয়েছিল৷

 

 

 

 

এদিকে, পরিসংখ্যানে বলা হয়, গত দশ বছরে জার্মানিতে আসা অভিবাসীদের বয়স স্থানীয়দের চেয়ে তুলনামূলক কম৷ অভিবাসীদের গড় বয়স ২৯ বছর ৯ মাস আর স্থানীয়দের গড় বয়স ৪৭ বছর৷

অভিবাসীদের শতকরা ২৭ দশমিক নয় ভাগ আশ্রয় চেয়ে, ২৪ দশমিক দুই ভাগ চাকরির খোঁজে এবং ২৩ দশমিক আট ভাগ পরিবারের সঙ্গে যোগ দিতে জার্মানিতে পাড়ি জমিয়েছেন৷ তাছাড়া আট দশমিক দুই ভাগ পড়াশোনার উদ্দেশে অভিবাসী হয়েছেন৷

এদিকে, জার্মানির ১৫ দশমিক তিন মিলিয়ন অভিবাসীর ৪৭ ভাগ নারী এবং ৫৩ ভাগ পুরুষ৷

আর অভিবাসীদের ১৬ ভাগ সিরীয়, সাত ভাগ রোমানিয়ান, ছয় ভাগ পোলিশ এবং পাঁচ ভাগ ইউক্রেনীয় বলে জানা যায়।

আরো পড়ুন

আমেরিকা, কানাডা ও ইংল্যান্ডে ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর দরজা বন্ধ: দ্য প্রিন্ট

ভাগ হয়ে যেতে পারে ভারত, বিস্ফোরক মন্তব্য ওবামার

বিসিসিআই থেকে সৌরভ গাঙ্গুলির পদত্যাগের গুঞ্জন