8 C
London
February 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

জার্মানির জনসংখ্যার ১৮ ভাগ অভিবাসী

জার্মানিতে সরাসরি অভিবাসী হয়ে আসা কিংবা অভিবাসী পরিবারে জন্মগ্রহণ নেয়া মানুষের সংখ্যা প্রায় দুই কোটি দুই লাখ৷ এই সংখ্যাটি আগের বছর অর্থাৎ ২০২১ সালের তুলনায় ছয় দশমিক তিন ভাগ বেশি৷

জার্মানিতে বর্তমানে মোট অভিবাসীর সংখ্যা এক কোটি ৫৩ লাখ৷ সেই হিসাবে দেশটির মোট জনসংখ্যার প্রতি পাঁচ জনে একজন তাদের জীবনের কোনো এক সময়ে অভিবাসী হয়ে এসেছেন জার্মানিতে৷

দেশটির প্রায় ৫০ লাখ মানুষ জন্মেছেন অভিবাসী পিতামাতার ঘরে৷ ২০২২ সালের তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে সরকারের পরিসংখ্যান বিভাগ৷

 

 

 

 

কোন সময়টিতে জার্মানিতে সর্বোচ্চ সংখ্যক অভিবাসী এসেছে সরকারের পরিসংখ্যানে তারও উল্লেখ রয়েছে৷ সরকার বলছে, ২০১৩ সাল থেকে ২০২২ সালের মধ্যে মোট ৬০ লাখ লোক অভিবাসী হয়ে দেশটিতে এসেছেন৷

তবে অভিবাসী পরিবারে জন্ম নেওয়া শিশুদের তুলনায় দেশটিতে সরাসরি আসা অভিবাসীদের সংখ্যা বেশি৷

সরকারের পরিসংখ্যান বিভাগ জানায়, দেশটিতে থাকা ছয় ভাগ লোক অভিবাসী পরিবারে জন্মগ্রহণ করেছেন৷ এই সংখ্যা মোট ৪৯ লাখ৷

তাছাড়া আরো ৩৯ লাখ মানুষের মা-বাবার যেকোনো একজন অভিবাসী৷ অবশ্য এসব লোকেদেরকে পুরোপুরি অভিবাসী হিসেবে গণনায় যুক্ত করেনি সরকার৷

আগের পরিসংখ্যানে জার্মানিতে অভিবাসীর সংখ্যা কিছুটা বেশি ছিল৷ এর কারণ হলো, সরকারের পরিসংখ্যান বিভাগের জরিপে অভিবাসনের ইতিহাস আছে এমন ব্যক্তিদেরও চিহ্নিত করা হয়েছিল৷ সেইসঙ্গে অভিবাসী পরিবারে জন্ম নেয়া ব্যক্তিদের তালিকা করা হয়েছিল৷

 

 

 

 

এদিকে, পরিসংখ্যানে বলা হয়, গত দশ বছরে জার্মানিতে আসা অভিবাসীদের বয়স স্থানীয়দের চেয়ে তুলনামূলক কম৷ অভিবাসীদের গড় বয়স ২৯ বছর ৯ মাস আর স্থানীয়দের গড় বয়স ৪৭ বছর৷

অভিবাসীদের শতকরা ২৭ দশমিক নয় ভাগ আশ্রয় চেয়ে, ২৪ দশমিক দুই ভাগ চাকরির খোঁজে এবং ২৩ দশমিক আট ভাগ পরিবারের সঙ্গে যোগ দিতে জার্মানিতে পাড়ি জমিয়েছেন৷ তাছাড়া আট দশমিক দুই ভাগ পড়াশোনার উদ্দেশে অভিবাসী হয়েছেন৷

এদিকে, জার্মানির ১৫ দশমিক তিন মিলিয়ন অভিবাসীর ৪৭ ভাগ নারী এবং ৫৩ ভাগ পুরুষ৷

আর অভিবাসীদের ১৬ ভাগ সিরীয়, সাত ভাগ রোমানিয়ান, ছয় ভাগ পোলিশ এবং পাঁচ ভাগ ইউক্রেনীয় বলে জানা যায়।

আরো পড়ুন

ইংল্যান্ডে লকডাউন প্রত্যাহার ১৯ জুলাই

অনলাইন ডেস্ক

যুব এশিয়া কাপের প্রথম শিরোপার খোঁজে মাঠে নামছে বাংলাদেশ

আফগানিস্তানে নারীদের পোশাক বানাতে পারবে না পুরুষ দর্জি

নিউজ ডেস্ক