6.5 C
London
December 26, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

শেষ কয়েকটা মাস ক্যানসারে ভুগেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ

জীবনের শেষ কয়েকটা মাস ক্যানসারে ভুগেছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজ়াবেথ, সেই কারণেই পায়ে ও কোমরে যন্ত্রণা হতো তার। সম্প্রতি প্রকাশিত তার একটি জীবনীতে এমনটাই দাবি করা হয়েছে।

 

‘এলিজ়াবেথ: অ্যান ইন্টিমেট পোর্ট্রেট’ শীর্ষক এই বইটা লিখেছেন জাইলস ব্র্যান্ডরেথ। তিনি প্রয়াত রানি দ্বিতীয় এলিজ়াবেথের পুত্র তথা বর্তমান রাজা তৃতীয় চার্লসের বন্ধু ও পার্লামেন্টের প্রাক্তন সাংসদ।

 

বাকিংহাম প্যালেস খোলসা না করলেও বিশেষ সূত্রে লেখক জানতে পারেন যে শেষ বয়সে মায়েলোমা তথা ক্যানসারে আক্রান্ত হন দ্বিতীয় এলিজ়াবেথ। মজ্জায় প্লাজ়মা কোষের অস্বাভাবিক বৃদ্ধি থেকে সৃষ্টি হয় এই ক্যানসারের। এর ফলেই রানির দ্রুত ওজন হ্রাস হয় এবং বেশির ভাগ সময়েই ক্লান্ত থাকতেন তিনি।

 

বইটিতে এ-ও দাবি করা হয়েছে, ২০২১ সালে প্রিন্স ফিলিপের মৃত্যুর পর থেকে রানি আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেন। শরীর খুব খারাপ লাগলে নিজের ঘরে বসে টিভিতে অনুষ্ঠান দেখতেন।

 

জাইলস লিখেছেন, রানি বুঝতে পারেন শরীর ভেঙে পড়ছে। অত্যন্ত আত্মমর্যাদার সঙ্গে বিষয়টি গ্রহণ করেন তিনি।

 

 

২৮ নভেম্বর ২০২২
নিউজ ডেস্ক

আরো পড়ুন

পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ত্রুটি: অভিবাসীদের আশ্রয় দেয়া ডাচ জাহাজে টাইফয়েড সংক্রমণ

হোম অফিসের অপেশাদার আচরণে বিস্মিত আদালত

নির্বাচনে আত্মবিশ্বাসী সুনাক, তবুও ভোটের তারিখ ঘোষণায় গরিমসি