TV3 BANGLA
বাংলাদেশ

জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বিচারপতি জুবায়ের রহমান

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ৩(২) (ক) মোতাবেক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিয়েছেন। এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে বিচারপতি এম ইনায়েতুর রহিম জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র বিক্ষোভের মুখে আপিল বিভাগ থেকে পদত্যাগ করেন তিনি। ফলে জুডিসিয়াল সার্ভিসের চেয়ারম্যান পদও শূন্য হয়ে যায়।

এম.কে
২৭ আগস্ট ২০২৪

আরো পড়ুন

বিডিআর বিদ্রোহঃ শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সিলেটে হিটস্ট্রোকে রিকশাচালকের মৃত্যু

বাংলাদেশ অর্থনীতির গেম চেঞ্জার মাতারবাড়ি