বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্তে বড় অগ্রগতি এসেছে। দীর্ঘ অনুসন্ধান শেষে আসাম পুলিশের বিশেষ তদন্তকারী দল (এসআইটি) ৩৫০০ পৃষ্ঠার চার্জশিট আদালতে দাখিল করেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) গুয়াহাটির মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে এ চার্জশিট জমা দেওয়া হয়।
পুলিশ সূত্র জানায়, বিপুল পরিমাণ নথি ও সাক্ষ্যপ্রমাণ সংবলিত চার্জশিটটি চারটি বড় ট্রাংকে করে আদালতে নেওয়া হয়। কড়া নিরাপত্তার মধ্যে ছয়টি গাড়ির বহর নিয়ে এসআইটির সদস্যরা আদালত চত্বরে পৌঁছান। চার্জশিটে মামলার পুরো ঘটনাপ্রবাহ, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং তদন্তে পাওয়া গুরুত্বপূর্ণ আলামতের বিস্তারিত তুলে ধরা হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় জুবিন গার্গের মৃত্যু হয়। তিনি তখন ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এ অংশ নিতে সেখানে অবস্থান করছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হলেও মৃত্যুর পর থেকেই নানা প্রশ্ন ও সন্দেহ সামনে আসে। বিষয়টি নিয়ে আসামে ব্যাপক জনমত ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
জনদাবির মুখে আসাম সরকার ঘটনার গভীর তদন্তে এসআইটি গঠন করে। এমপি গুপ্তার নেতৃত্বে ৯ সদস্যের বিশেষ দল দীর্ঘ সময় ধরে তদন্ত চালায়। তদন্তের অংশ হিসেবে ৩০০-এর বেশি সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে এবং বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক তথ্য যাচাই করা হয়।
এ পর্যন্ত মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে অনুষ্ঠানের প্রধান আয়োজক শ্যামকানু মহন্তও রয়েছেন। তদন্তকারী কর্মকর্তাদের দাবি, চার্জশিটে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ যুক্ত হয়েছে, যা আদালতে মামলার বিচারপ্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চার্জশিট দাখিলের মধ্য দিয়ে জুবিন গার্গের মৃত্যুরহস্য উদঘাটনের পথে বিচারিক প্রক্রিয়া নতুন ধাপে প্রবেশ করল। এখন আদালতের শুনানি ও বিচারিক সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছেন তার অসংখ্য ভক্ত ও সাধারণ মানুষ।
এম.কে

