12.9 C
London
September 11, 2025
TV3 BANGLA
Uncategorized

জেদ্দায় ‘ফ্রান্সের কূটনৈতিকদের’ লক্ষ্য করে বোমা হামলা

প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির স্মরণে সৌদি আরবের জেদ্দায় একটি সমাধিস্থলে আয়োজিত অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ৪ জন।

বুধবার (১১ নভেম্বর) এ বোমা হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, এ স্মরণ অনুষ্ঠানে ইউরোপের বেশ কয়েকটি দেশের প্রতিনিধি ও কূটনীতিক উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয় থেকে বলা হয়, প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির স্মরণে জেদ্দায় থাকা অমুসলিমদের সমাধিস্থলে আয়োজিত অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। যেখানে ফ্রান্সসহ বিভিন্ন কনস্যুলেটের কর্মকর্তারা অংশ নিয়েছিলেন। সকালে হওয়া এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

ফ্রান্স এ কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানায় এবং এ হামলাকে সমর্থনের অযোগ্য হিসেবে উল্লেখ করে।

এ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন গ্রিসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।

তিনি বলেন, জেদ্দায় অমুসলিমদের সমাধিস্থলে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে গ্রিসের এক নাগরিকসহ ৪ জন সামান্য আহত হয়েছেন।

ঘটনার পরপরই নাগরীকদের নিরাপত্তার বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে ফ্রান্স। বিধিনিষেধ জারি করা হয়েছে তাদের চলাফেরার ওপর।

১১ নভেম্বর ২০২০
এনএইচ

আরো পড়ুন

ভিয়েনার সিটি কাউন্সিলর বাংলাদেশি বংশোদ্ভূত নয়ন

অনলাইন ডেস্ক

Law with N Rahman ll 25 July 2020

ফিলিস্তিন ইস্যুতে গুগলের চাকরি ছাড়লেন ইহুদি তরুণী