নগর বাউল জেমসের টাঙ্গাইল কনসার্টে ঘটেছে নজিরবিহীন মোবাইল চুরির ঘটনা। শহিদ মারুফ স্টেডিয়ামে গত মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে আয়োজিত এই কনসার্টে গান গেয়ে দর্শক মাতালেও, কনসার্ট শেষে হতাশ হয়েছেন শতাধিক দর্শক। কারণ, তাদের মোবাইল ফোন চুরি হয়ে গেছে।
টাঙ্গাইল সদর থানায় বুধবার বিকেল পর্যন্ত মোবাইল হারানোর অভিযোগে করা জিডির সংখ্যা দাঁড়িয়েছে ১২৯টি। জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও পাশের জেলা থেকেও দর্শকরা এ কনসার্টে অংশ নিতে এসেছিলেন। সরাসরি প্রিয় শিল্পীর গান উপভোগ করতে এসে অনেকেই চোরচক্রের ফাঁদে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানিয়েছেন, “অনুষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল। সামান্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। মোবাইল হারানোর ঘটনায় থানায় ১২৯টি জিডি হয়েছে। আমাদের টিম ইতিমধ্যে ফোন উদ্ধারের জন্য কাজ শুরু করেছে।”
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দর্শকদের অনেকেই প্রশ্ন তুলেছেন—এতো নিরাপত্তার মাঝেও কিভাবে এত বড় আকারে চুরি হলো? কনসার্ট উপভোগ করতে এসে এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
পুলিশ বলছে, জিডির ভিত্তিতে তদন্ত ও প্রযুক্তিগত সহায়তায় চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা চলছে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
১৬ মে ২০২৫