6.9 C
London
February 23, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

জোড়া খুনের দায়ে আলোচিত টিকটকার ও তার মায়ের যাবজ্জীবন

ইংল্যান্ডের লিসেস্টারশায়ারে গাড়ি চাপায় দুই জনকে হত্যার দায়ে আলোচিত টিকটকার মাহেক বুখারি ও তার মা আনসারিন বুখারির যাবজ্জীবন সাজা হয়েছে। পরিকল্পিতভাবে হত্যার দায়ে গত রবিবার এ রায় দেয় আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।

রায় ঘোষণার সময় বিচারক টিমোথি স্পেন্সার কেসি ঘটনাটিকে ঠাণ্ডা মাথার হত্যাকাণ্ড বলে উল্লেখ করেন।

অনুসন্ধানে দেখা গেছে, হুসেন নামের এক যুবকের সঙ্গে তিন বছরের সম্পর্ক ছিল আনসারিনের। আনসারিন তাদের সম্পর্ক ইতি টানতে চাইলে বিষয়টি তার স্বামীর কাছে ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন হুসেন। বিষয়টির সুরাহা করতে তার পেছনে হুসেন যত টাকা খরচ করেছিলেন সব ফেরত দেওয়ার প্রস্তাব দেন আনসারিন।

এ জন্য গত বছরের ফেব্রুয়ারিতে আনসরিন ও তার মেয়ের সঙ্গে দেখা করতে একটি পার্কে যান হুসেন। আনসারিন এবং মাহেক বুখারি আরও ছয়জনের সঙ্গে সেখানে পৌঁছেছিলেন। এর কিছু পর হুসেন তার নিজের গাড়িতে করে সেখানে আসেন। কিন্তু ইচ্ছাকৃত একটি সংঘর্ষের পর হুসেনের গাড়িটি দুই টুকরো হয়ে যায়।

পুলিশ কর্মকর্তা মার্ক প্যারিশ বলেন, ‘গাড়িতে আগুন ধরার আগেই আঘাতের কারণে দুজনের মৃত্যু হয়। আসলে এটা নির্মম ও ঠাণ্ডা মাথার হত্যাকাণ্ড ছিল।’

তিনি বলেন, ‘২৪ বছর বয়সী মাহেকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তাকে কমপক্ষে ৩১ বছর ৮ মাস জেলে থাকতে হবে। আর তার মাকে থাকতে হবে ২৬ বছর ৯ মাস।’

এম.কে
১৫ সেপ্টেম্বর ২০২৩

আরো পড়ুন

বিদেশি শিক্ষার্থীদের কাজের সময় বাড়ালো ডেনমার্ক

ইমরান ইস্যুতে পাক সরকারকে যা বলল যুক্তরাষ্ট্র – ব্রিটেন

ইসরায়েলকে সমর্থন দেওয়ায় কোকা-কোলা নিষিদ্ধ করল তুরস্ক