বাংলাদেশ বিমান বাহিনী ইতালি থেকে অত্যাধুনিক মাল্টি–রোল কমব্যাট এয়ারক্রাফট ‘ইউরোফাইটার টাইফুন’ কেনার বিষয়ে আলোচনা আরও এক ধাপ এগিয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী ও ইতালির প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এস পি এ’র মধ্যে লেটার অব ইনটেন্ট (এলওআই) সই হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর–আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিমান বাহিনী সদরদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো উপস্থিত ছিলেন। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ইতালির প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেন। দুই পক্ষের স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীতে আধুনিক যুদ্ধবিমান সংযোজন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
আইএসপিআর জানায়, এলওআই–এর আওতায় লিওনার্দো এস পি এ বাংলাদেশ বিমান বাহিনীকে ইউরোফাইটার টাইফুন সরবরাহ করবে। এই যুদ্ধবিমান বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রজন্মের সম্মুখ সারির মাল্টি–রোল কমব্যাট ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। আকাশযুদ্ধ, হামলা, প্রতিরক্ষা ও নজরদারিসহ একাধিক ভূমিকা পালনে সক্ষম টাইফুন যুক্ত হলে বাহিনীর আধুনিকায়ন কার্যক্রমে নতুন মাত্রা যোগ হবে বলে জানায় আইএসপিআর।
বাংলাদেশের সামরিক আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসেবে উন্নতমানের যুদ্ধবিমান সংগ্রহ নিয়ে বেশ কিছুদিন ধরেই ইতালির সঙ্গে আলোচনা চলছিল। এলওআই সইয়ের মধ্য দিয়ে এ প্রকল্প বাস্তবায়নের দিকে সুস্পষ্ট অগ্রগতি হলো।
সূত্রঃ আইএসপিআর
এম.কে

