4 C
London
April 25, 2024
TV3 BANGLA
দক্ষিণ এশিয়া

টানা তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার (৫ মে) স্থানীয় সময় বেলা ১১টার দিকে কলকাতার রাজ ভবনে শপথ নেন তিনি।

করোনাভাইরাসের কারণে অল্প কয়েকজনের উপস্থিতিতে শপথবাক্য পড়েন তৃণমূলনেত্রী।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে রাজ ভবনে পৌঁছান মমতা। বেলা ১১টার দিকে তাকে শপথবাক্য পাঠ করান পশ্চিমবঙ্গের গভর্নর জগদীপ ধনকর।

মুখ্যমন্ত্রী মমতা বলেন, শপথের পর তার দপ্তর নবান্নে যাবেন তিনি। সেখানে করোনা পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠকে বসবেন।

রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার কেবল মমতাই শপথ নিয়েছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ৯ মে মন্ত্রিসভার বাকি সদস্য ও মন্ত্রিপরিষদ শপথ নেবেন।

 

৫ মে ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

ভারতের নাগরিকত্ব চাওয়াদের ‘খতনা’ পরীক্ষা করা উচিতঃ বিজেপি নেতা

বেজোসকে টপকে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী আদানি

ভারতে ঝুলন্ত সেতু ধসে নিহত ১৪১