6.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

টিউলিপ সিদ্দিকীর রাজনীতির হাতেখড়ি এক স্বৈরশাসকের হাতে

যুক্তরাজ্যের নগরমন্ত্রী একের পর এক অভিযোগে অভিযুক্ত হচ্ছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়। যুক্তরাজ্যের নগরমন্ত্রীর খালা শেখ হাসিনা বাংলাদেশের স্বৈরশাসক হিসাবে বিশ্বে পরিচিতি লাভ করেছেন যিনি ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যেতে বাধ্য হন। যুক্তরাজ্যের নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকীর উপর অভিযোগ তিনি একজন আইনজীবীকে গুম হওয়া হতে চাইলে রক্ষা করতে পারতেন। কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও টিউলিপ সিদ্দিকী কোনো ধরনের সহযোগিতা করেন নাই।

মীর আহমদ বিন কাসেম আরমানকে মুক্ত করার চেষ্টা করার জন্য টিউলিপ সিদ্দিকী ব্যক্তিগত সংযোগ ব্যবহার করতে পারতেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা মাইকেল পোলাক।

বাংলাদেশে টিউলিপ সিদ্দিকীর খালার কর্তৃত্ববাদী শাসনের অধীনে নির্মম পরিস্থিতির শিকার হয়ে প্রায় এক দশক ধরে গুম ছিলেন একজন ব্রিটিশ প্রশিক্ষিত ব্যারিস্টার আরমান।

২০১৬ সালে নিখোঁজ হওয়া ৪০ বছর বয়সী আরমানের আইনজীবীরা বলেছেন, টিউলিপ সিদ্দিকী চাইলে আট বছর আগেই গোপন কারাগার থেকে তাকে মুক্ত করতে পারতেন। টিউলিপ তার ব্যক্তিগত সংযোগগুলি চাইলেই ব্যবহার করতে পারতেন।

আরমান শত শত লোকেদের মধ্যে একজন ছিলেন যারা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসনের অধীনে গুম হয়েছিল। অবশেষে ৫ আগস্ট ২০২৪ সালে শেখ হাসিনা আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারত পালিয়ে যায়।

উল্লেখ্য যে, বাংলাদেশের দীর্ঘতম ক্ষমতায় জোর করে আকঁড়ে থাকা শেখ হাসিনা বর্তমানে ভারত অবস্থান করছেন। ১৫ বছর ক্ষমতায় জোর করে থাকার পরে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিনি। শেখ হাসিনার মেয়াদ চলাকালীন সময়ে বিরোধীদের উপর আক্রমণ, গ্রেপ্তার করা ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। সরকার গোপনে অনেক মানুষকে কারাবন্দি করেছিল এবং প্রচুর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছিল। ইতোমধ্যে টিউলিপ সিদ্দিকীর নামে এক অভিযোগে বলা হয় তার খালা শেখ হাসিনার রাজনৈতিক বন্ধুর দুই মিলিয়ন মূল্যের একটি বাড়িভাড়া নেন যুক্তরাজ্য সরকারের এই মন্ত্রী। যে তথ্য গোপন রেখেছিলেন টিউলিপ সিদ্দিকী বলে তথ্যমতে জানা যায়।

টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্যের সাংবাদিকদের ২০১৫ সালে হ্যাম্পস্টেডের এমপি নির্বাচিত হওয়ার পরে বলেছিলেন, তিনি তার খালা শেখ হাসিনার নিকট হতেই রাজনীতি শিখেছেন।

টিউলিপ সিদ্দিকী বলেন, ” আমি আমার খালার কাছ থেকে রাজনীতি সম্পর্কে সমস্ত কিছু শিখেছি। সামাজিক ন্যায়বিচার,কাজের প্রচারণা এবং কীভাবে জনগণের কাছে পৌঁছানো যায় সব আমাকে খালা শিখেয়েছেন।”

বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকেরা বলেন, একজন স্বৈরাচারী সরকার প্রধান যাকে রাজনীতি শিখিয়েছেন তিনি কখনও ভালো রাজনীতিবিদ হতে পারেন না। তার নিকট হতে ন্যয়বিচার আশা করা যায় না। অনেকে টিউলিপ সিদ্দিকীকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন বলেও জানা যায়।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে
১৮ আগস্ট ২০২৪

আরো পড়ুন

মুসলিম সম্প্রদায়ের সাথে সম্পর্কোন্নয়নে কাজ কর‍তে চায় যুক্তরাজ্যের লেবার সরকার

অভিবাসী ভিসা আবেদনে নিয়ম পরিবর্তন করায় বড় পতন

বুস্টার জ্যাব কারা পাবেন, কখন বুকিং দিতে হবে?

অনলাইন ডেস্ক