12.5 C
London
May 26, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

টিউলিপ সিদ্দিকী নতুন সাংসদের প্রথম সদস্য যার নামে শুরু হয়েছে তদন্ত

যুক্তরাজ্যে নতুন সরকারের একজন মন্ত্রীর আয়ের উৎসের উপর তদন্ত শুরু করেছে লেবার সরকার।

লেবার পার্টি হতে নির্বাচিত সাংসদ টিউলিপ সিদ্দিকী হ্যাম্পস্টেড, হাইগেট এবং উত্তর লন্ডন হতে সংসদে প্রতিনিধিত্ব করছেন। এই সাংসদ তার সম্পদের সঠিক হিসাব প্রদান করতে ব্যর্থ হয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়। লন্ডন শহরের একটি ফ্ল্যাটের ভাড়ার আয় তিনি গোপন করেছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে। যার কারণে একজন ট্রেজারি মন্ত্রী এই ঘটনার তদন্ত করছেন বলে জানা যায়।

সংসদীয় স্ট্যান্ডার্ড কমিশনার্সের ওয়েবসাইট অনুসারে, টিউলিপ সিদ্দিকী উত্তর লন্ডনের হ্যাম্পস্টেড ও হাইগেটের লেবার পার্টির ট্রেজারি ও অর্থনৈতিক কমিটির সচিব। যার কারণে টিউলিপ সিদ্দিকীর উপর তদন্ত লেবার পার্টিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

লেবার পার্টির এক মুখপাত্র বলেছেন, ” টিউলিপ এই বিষয়ের তদন্তে সংসদীয় কমিশনারকে পুরোপুরি সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।”

উল্লেখ্য যে, টিউলিপ সিদ্দিকী হলেন নতুন সাংসদের প্রথম সংসদ সদস্য যিনি স্ট্যান্ডার্ড কমিশনার কর্তৃক তদন্তাধীন আছেন।

সূত্রঃ বিবিসি

এম.কে
০১ আগস্ট ২০২৪

আরো পড়ুন

ভারতীয়দের লাল তালিকাতেই রাখল ব্রিটেন

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে ৩ সন্দেহভাজন রুশ গুপ্তচর গ্রেফতার

পুলিশের অপরাধকর্মের মাত্র ১ শতাংশ বিচারের আওতায় আসে: হোম অফিস