2.2 C
London
January 7, 2025
TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)

টিউলিপ সিদ্দিকের ভাইবোনদের বিরুদ্ধে ‘মিথ্যা প্রোপাগান্ডা’ ছড়ানোর অভিযোগ

সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের ভাই ও বোন এমন একটি থিঙ্ক ট্যাংকের সঙ্গে যুক্ত, যা বাংলাদেশে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগের মুখে পড়েছে।

টিউলিপ সিদ্দিক, যিনি যুক্তরাজ্যে অ্যান্টি-করাপশন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, তার সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে তদন্তের জন্য ক্রমবর্ধমান চাপের মুখে আছেন। সম্প্রতি জানা গেছে, তার ভাই রেদওয়ান মুজিব সিদ্দিক এবং বোন আজমিনা সিদ্দিক একটি রাজনৈতিক থিঙ্ক ট্যাংক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (CRI)-এর সঙ্গে যুক্ত, যা শেখ হাসিনার আওয়ামী লীগের অধীনে পরিচালিত হয়।

উত্তর লন্ডনের £১.৪ মিলিয়ন মূল্যের একটি পারিবারিক বাড়ি, যেখানে টিউলিপের মা বসবাস করেন, সেটি বাংলাদেশের বৃহত্তম ব্যবসায়িক গ্রুপের এক কর্মকর্তার মালিকানায় রয়েছে। এই কর্মকর্তার বাবা শেখ হাসিনার সরকারের একজন মন্ত্রী ছিলেন।

CRI-এ রেদওয়ান সিদ্দিক ও আজমিনা সিদ্দিক ট্রাস্টি হিসেবে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে, যারা “হোয়াইটবোর্ড” নামে একটি ম্যাগাজিন পরিচালনা করে। মেটা গত বছর জানিয়েছিল যে তারা একটি নেটওয়ার্ক আবিষ্কার করেছে, যা ফেসবুকসহ ইউটিউব, টিকটক ও টেলিগ্রামের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগসহ খবর ও সাম্প্রতিক ইভেন্ট নিয়ে মিথ্যা প্রচার করছিল।

মেটা ৫০টি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেয় এবং জানায়, এগুলো “সমন্বিত ভুয়া আচরণ” নীতিমালা লঙ্ঘন করেছে। তদন্তে আওয়ামী লীগ ও CRI-এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগসূত্র পাওয়া গিয়েছে।

টিউলিপ সিদ্দিক বর্তমানে উত্তর লন্ডনের ফিঞ্চলিতে £১.২ মিলিয়নের একটি বাড়ি ভাড়া নিয়েছেন, যার মালিক আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার সদস্য আবদুল করিম নাজিম। এছাড়া তিনি তার স্বামী ক্রিশ্চিয়ান পার্সির সঙ্গে £৯০০,০০০ মূল্যের একটি ফ্ল্যাটের মালিক।

টিউলিপ সিদ্দিকের সমর্থকেরা দাবি করেছেন যে এই অভিযোগগুলো তার খালা শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষদের দ্বারা উদ্দেশ্যমূলকভাবে আনা হয়েছে। তবে বাংলাদেশ সরকারের নতুন প্রশাসন শেখ হাসিনাকে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং অন্তত ৮০০ প্রতিবাদকারীর মৃত্যুর জন্য দায়ী করেছে।

কনজারভেটিভ এমপি বব ব্ল্যাকম্যান বলেন, “টিউলিপ সিদ্দিককে তার সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি পরিষ্কার করতে হবে। আর তা না হলে, তার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ঠিক হবেনা।”

লেবার নেতা স্যার কিয়ার স্টারমার জানিয়েছেন যে তিনি এখনও টিউলিপ সিদ্দিকের উপর আস্থা রাখেন।

সূত্রঃ দ্য সানডে টাইমস

এম.কে
০৬ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

দলিলাদি যার ভুমি তার –আসছে নতুন ভুমি আইন

শাহজালালের নিরাপত্তায় বিমানবাহিনীর ৮৫০ সদস্য

বস্তিতে বসবাসের হার বেশি সিলেটে, কম চট্টগ্রামে