TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

টিকটকে অভিবাসী আটকের ভিডিওঃ মানবাধিকার প্রশ্নে তীব্র সমালোচনার মুখে ব্রিটিশ সরকার

অবৈধ অভিবাসীদের আটক ও ডিপোর্টেশনের দৃশ্য টিকটকে প্রকাশ করে তীব্র সমালোচনার মুখে পড়েছে যুক্তরাজ্যের হোম অফিস। সরকার বলছে, সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার ও ভুয়া তথ্য ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে মানবাধিকার সংগঠন ও বিরোধী রাজনীতিকদের অভিযোগ, এ ধরনের ভিডিও নিষ্ঠুরতা প্রদর্শনের পাশাপাশি অভিবাসন সংকটকে ‘সস্তা বিনোদনে’ পরিণত করছে।

 

মঙ্গলবার হোম অফিস ‘@SecureBordersUK’ নামে একটি নতুন টিকটক অ্যাকাউন্ট চালু করে। সেখানে ড্রামাটিক সংগীতের সঙ্গে হাতকড়া পরানো ব্যক্তিদের বিমানে তোলার দৃশ্য প্রকাশ করা হয়। ভিডিওর শেষ অংশে লেখা হয়, “This is just the beginning” (এটি কেবল শুরু)। এমন বার্তা সামাজিক মাধ্যমে ক্ষোভ ও উদ্বেগের জন্ম দেয়।

মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্রম টর্চার–এর কর্মকর্তা সাইল রেনল্ডস সরকারের এই পদক্ষেপকে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন। তার মতে, অভিবাসন অভিযানকে এভাবে দৃশ্যমান করে সরকার জনমনে ভীতি তৈরি করতে চাইছে এবং সস্তা জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করছে। রিফিউজি কাউন্সিলও একই ধরনের উদ্বেগ প্রকাশ করে জানায়, যারা যুদ্ধ, নির্যাতন বা দারিদ্র্য থেকে পালিয়ে ব্রিটেনে আসেন, তাদের সমস্যার সমাধান টিকটক ভিডিও দিয়ে সম্ভব নয়।

হোম অফিস অবশ্য সমালোচনা নাকচ করে বলেছে, তাদের লক্ষ্য অবৈধ অভিবাসন ঘিরে প্রচলিত ভুল তথ্যের বিরুদ্ধে বাস্তব বার্তা দেওয়া। দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে অবৈধভাবে কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে রেকর্ডসংখ্যক অভিযান চালানো হয়েছে। গত বছর প্রায় ৯ হাজার মানুষকে আটক করা হয় এবং এক হাজারেরও বেশি ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রী শাবানা মাহমুদ বলেন, যুক্তরাজ্যে অবৈধভাবে কাজ করার কোনো সুযোগ নেই এবং সরকার এই বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। তবে ছায়া স্বরাষ্ট্র মন্ত্রী ক্রিস ফিলপ এই উদ্যোগকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অবৈধ অভিবাসন বন্ধ করা যাবে না।

বিশ্লেষকদের মতে, সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন নিয়ন্ত্রণ একটি জটিল ও সংবেদনশীল বিষয়। টিকটকের মতো প্ল্যাটফর্মে অভিযানভিত্তিক ভিডিও প্রচার জনসচেতনতা বাড়াতে পারে—সরকারের এমন দাবি থাকলেও, মানবিক দৃষ্টিভঙ্গি ও নীতিগত সমাধান ছাড়া এই সংকট মোকাবিলা করা কঠিন বলেই মত পর্যবেক্ষকদের।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে ৪০ বছরের কম বয়সীদের অ্যাস্ট্রাজেনেকার বিকল্প ভ্যাকসিন দেওয়া হবে

মর্গেজ এবং অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস

যুক্তরাজ্যে ২০২১ সালের বাজেটের গুরুত্বপূর্ণ দিক

অনলাইন ডেস্ক