যুক্তরাজ্যে স্থানীয় বাংলা ভাষাভাষীদের জন্য তথ্য, উপদেশ এবং বিনোদন পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা রেখে চলেছে টিভিথ্রি বাংলা। আধুনিক ডিজিটাল যুগে দর্শকদের আরও সহজে ও দ্রুত সংযুক্ত করার লক্ষ্যে টিভিথ্রি বাংলা এবার চালু করেছে একটি বিশেষ কিউআর কোড সেবা, যা স্ক্যান করলেই দর্শকরা সরাসরি পৌঁছে যাবেন টিভিথ্রি বাংলার ইউটিউব, ফেসবুক, ওয়েবসাইট, টিকটক, ইন্সটাগ্রাম এবং এক্স ডট কম (সাবেক টুইটার)-এর মতো সকল সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে।
এই প্রযুক্তিগত পদক্ষেপে টিভিথ্রি বাংলা শুধুমাত্র সময়োপযোগীতা বজায় রাখেনি, বরং দর্শকদের জন্য একটি একীভূত ও সাশ্রয়ী সংযোগব্যবস্থা নিশ্চিত করেছে। একজন সাধারণ দর্শক বা শ্রোতা এখন আর আলাদা করে প্রতিটি প্ল্যাটফর্মে গিয়ে অনুসন্ধান করতে হবে না—মাত্র একবার কিউআর কোড স্ক্যান করলেই পছন্দের মিডিয়াতে পৌঁছে যাওয়া যাবে।
শুধু সংবাদ বা বিনোদন নয়, টিভিথ্রি বাংলা কার্যত একটি কমিউনিটি-ভিত্তিক গণমাধ্যম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। যুক্তরাজ্যে বাংলাভাষী দর্শকদের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় নিয়মিতভাবে আয়োজন করা হয় ইমিগ্রেশন, পারিবারিক আইন, মর্গেজ, কর্মসংস্থান সংক্রান্ত বিষয়সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর লাইভ অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে সরাসরি যুক্ত হয়ে দর্শকরা প্রশ্ন করেন এবং উত্তর দেন যুক্তরাজ্যভিত্তিক অভিজ্ঞ সলিসিটর, ব্যারিস্টার ও বিশেষজ্ঞরা।
এই উদ্যোগগুলো শুধুমাত্র দর্শকের তথ্যচাহিদা পূরণ করে না, বরং বাস্তব জীবনের নানা জটিলতার সমাধান দিতেও সহায়ক ভূমিকা রাখছে। ফলে টিভিথ্রি বাংলা এখন যুক্তরাজ্যে বাংলা ভাষাভাষী সমাজে নির্ভরতার আরেক নাম।
বর্তমান বিশ্বে ডিজিটাল সংযুক্তি মানেই শক্তি। টিভিথ্রি বাংলার এই কিউআর কোড-ভিত্তিক উদ্যোগকে বলা যায় সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ। এতে নতুন দর্শক যেমন সহজেই সংযুক্ত হতে পারবেন, তেমনি পুরনো অনুসারীরাও আরও সংগঠিতভাবে নিজেদের কমিউনিটি শক্তিশালী করতে পারবেন।
এই যুগে যেখানে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব ও তথ্যের গুরুত্ব প্রতিদিন বেড়ে চলেছে, সেখানে টিভিথ্রি বাংলার এমন উদ্ভাবনী উদ্যোগ বাংলা গণমাধ্যমে এক নতুন মাত্রা যোগ করেছে।
যারা এখনো টিভিথ্রি বাংলার সঙ্গে যুক্ত হননি বা যাদের খুঁজে পেতে সমস্যা হচ্ছিল, তারা এখন মাত্র এক স্ক্যানে পেয়ে যাবেন তাদের প্রিয় অনুষ্ঠান, তথ্যভিত্তিক আলোচনার প্ল্যাটফর্ম ও বাংলা ভাষাভাষী সমাজের কণ্ঠস্বরকে।
এম.কে
১৬ জুলাই ২০২৫