22.5 C
London
April 29, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ট্রাম্পকে উপেক্ষা করে যুক্তরাজ্য ও ইইউ’র কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা

যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি “নতুন কৌশলগত অংশীদারিত্ব”-এর রূপরেখা তৈরি করেছে। যার লক্ষ্য হলো বাণিজ্যকে আরও শক্তিশালী করা এবং ইউক্রেন ইস্যুতে একটি ঐক্যবদ্ধ ইউরোপীয় অবস্থান উপস্থাপন করা— যা ডোনাল্ড ট্রাম্পের ট্রান্সআটলান্টিক সম্পর্ক ভেঙে ফেলার হুমকির জবাব হিসেবে দেখা হচ্ছে।

বিশ্ব অর্থনীতির ‘অস্থিরতা’ মোকাবিলায় একটি খসড়া ঘোষণাপত্র প্রস্তুত করছে কর্মকর্তারা।

লন্ডন ও ব্রাসেলসের পক্ষ থেকে ১৯ মে অনুষ্ঠিতব্য যুক্তরাজ্য-ইইউ শীর্ষ সম্মেলনের আগে যে খসড়া ঘোষণা তৈরি করা হচ্ছে, তা একাধিক যৌথ স্বার্থে “সাধারণ বোঝাপড়া”-র কথা তুলে ধরছে।

বুধবার ব্রাসেলসে ইইউ রাষ্ট্রদূতরা এক বৈঠকে মিলিত হবেন, যেখানে কর্মকর্তারা তাদের সাম্প্রতিক মাসগুলোর ‘আলোচনার’ অগ্রগতির প্রতিবেদন দেবেন — এই আলোচনাগুলোতে আগামী এক বছরে সমঝোতার সুযোগ খোঁজা হয়েছে।

ইউক্রেন ইস্যুতে ঘনিষ্ঠ সহযোগিতার লক্ষ্য নিয়ে একটি প্রতিরক্ষা ও নিরাপত্তা চুক্তি আলোচনার মূল বিষয়, পাশাপাশি অভিবাসন ইস্যুটিও দুই পাড়ের (যুক্তরাজ্য ও ইউরোপ) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফ্রান্স নতুন মৎস্যচুক্তির পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে, তবে কূটনৈতিক সূত্র জানিয়েছে, আপাতত এতে কোনো পরিবর্তন আসছে না।

ইইউ-র কয়েকটি দেশ “তরুণদের অভিজ্ঞতা বিনিময়” কর্মসূচির পক্ষে চাপ দিচ্ছে, যাতে ইইউ-এর নাগরিকরা পারস্পরিক ভিসা ব্যবস্থার আওতায় অন্তত ১২ মাস যুক্তরাজ্যে অবস্থান করতে পারেন — তবে এই ভিসাগুলো অভিবাসন পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হবে না।

যে খসড়া ঘোষণাপত্রটি কর্মকর্তারা চূড়ান্ত করছেন, সেটি একটি রাজনৈতিক ঘোষণাপত্র ও আলোচনা কাঠামোর ভিত্তি হিসেবে কাজ করবে।

খসড়ায় বলা হয়েছে: “ বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আমাদের যৌথ নীতিগত অবস্থান এবং মুক্ত ও উন্মুক্ত বাণিজ্যে আমাদের পারস্পরিক অঙ্গীকার নিশ্চিত করেছি। বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার ওঠানামার প্রভাব কীভাবে কমানো যায় — সেই বিষয়ে আমাদের কাজ অব্যাহত থাকবে।”

তবে এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক সংক্রান্ত আলোচনা চালিয়ে যাচ্ছে বিশেষ একটি চুক্তি অর্জনের আশায়। যুক্তরাজ্য ট্র‍্যাম্প প্রশাসন কর্তৃক ঘোষিত ১০% শুল্কের সম্মুখীন, আর ইইউকে ২০% শুল্কের মুখোমুখি হতে হচ্ছে।

গত সপ্তাহে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের আগে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন উত্তর সাগরে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করার আহ্বান জানান।

ভন ডার লেইন বলেন, “আমরা বন্ধু, আর আমরা ইউরোপীয়। এর অর্থ হলো, আমরা অভিন্ন স্বার্থ ও গণতান্ত্রিক মূল্যবোধ শেয়ার করি। আর আমরা ঐক্যবদ্ধ অংশীদার হিসেবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।”

ডাউনিং স্ট্রিট খসড়া সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও তারা নিশ্চিত করেছে, এই খসড়া যুক্তরাজ্যের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারের মুখপাত্র বলেন: “প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন, ইইউ-এর সঙ্গে আরও ভালো অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান, ব্রিটিশ ব্যবসার উন্নয়ন, বাণিজ্য বাধা কমানো, প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং একটি ক্রমবর্ধমান বিপজ্জনক বিশ্বে নিজেদের নিরাপদ রাখা সম্ভব। তাই আমরা ইইউ-এর সঙ্গে বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করছি এবং সম্মেলনে খসড়া ও চুক্তি নিয়ে জানানো হবে।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী সম্প্রতি মুক্ত ও উন্মুক্ত বাণিজ্যের সুফল নিয়ে বিস্তর কথা বলেছেন এবং আমরা বিশ্বজুড়ে বাণিজ্য বাধা কমাতে ও মিত্রতা জোরদারে কাজ করছি।”

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২৯ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যের কারাগারে জায়গার সংকট, আসছে গৃহবন্দী ব্যবস্থা

ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তিতে সফল বোরিস জনসন

অনলাইন ডেস্ক

টিউলিপ সিদ্দিকের ভাইবোনদের বিরুদ্ধে ‘মিথ্যা প্রোপাগান্ডা’ ছড়ানোর অভিযোগ