9.4 C
London
November 14, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

ট্রাম্প প্রশাসনে যে দায়িত্ব পেলেন ইলন মাস্ক

নানা জল্পনা কল্পনাকে সত্যি করে আসন্ন রিপাবলিকান প্রশাসনে জায়গা করে নিয়েছেন শীর্ষ ধনকুবের ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। এক বিবৃতিতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাকে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ নামে নতুন একটি দফতরের দায়িত্ব দিতে যাচ্ছেন তিনি। বুধবার (১৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

নির্বাচিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্টকে নতুন করে প্রায় চার হাজার পদে নিয়োগ দিতে হয়। আর সেই তালিকায় মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের নিয়োগও অন্তর্ভুক্ত থাকে। বিজয়ী হওয়ার পরই একে একে নতুন প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ পাওয়া ব্যক্তিদের নাম ঘোষণা করছেন ট্রাম্প।

মঙ্গলবারের বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘এই অসাধারণ দুই আমেরিকান মিলে সরকারি আমলাতন্ত্রের অবসান ঘটানোর পথ তৈরি করবেন। বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণের বাড়াবাড়ি ও অর্থের অপচয় রোধ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনে কাজ করবেন, যা “সেইভ আমেরিকা” উদ্যোগের জন্য অপরিহার্য।’

ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ব্যাপকভাবে সক্রিয় ছিলেন মাস্ক। তার প্রচারশিবিরে প্রায় ২০ কোটি ডলার অনুদান দিয়ে ব্যাপক আলোচনায় আসেন শীর্ষ এই ধনকুবের। বিজয়ী ভাষণেও ট্রাম্প মাস্কের কথা বিশেষভাবে উল্লেখ করেন। এতে করে অনেকেই অনুমান করছিলেন, রিপাবলিকান প্রশাসনে গুরুত্বপূর্ণ কোনও পদে দেখা যেতে পারে মাস্ককে।

এদিকে, একই দফতরের দায়িত্ব পাওয়া অপর ব্যক্তি বিবেক রামাস্বামী এর আগে রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌঁড়ে ছিলেন। পরবর্তীতে অবশ্য ট্রাম্পের পক্ষে সোচ্চার হন তিনি।

সূত্রঃ রয়টার্স / বিবিসি

এম.কে
১৩ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

সুইস ব্যাঙ্কে থাকা আদানিদের ৩৬৮৩ কোটি টাকা বাজেয়াপ্ত!

ভারতীয় স্টুডেন্ট ভিসায় অষ্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

রাশিয়াকে সহায়তা: প্রয়োজনে চীনের উপরও নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র