9 C
London
January 27, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ট্রাম্প-শপথে উপস্থিত পন্নুন, চিন্তায় ভারত

আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে দেখা গিয়েছে খালিস্তানি নেতা গুরপতবন্ত সিংহ পন্নুনকে। ২০ জানুয়ারির সেই অনুষ্ঠানে পন্নুন খালিস্তানি স্লোগান দিচ্ছেন, এইরকম একটি ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তার পরেই নড়েচড়ে বসেছে নয়াদিল্লি। আজ ভারতের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, বিষয়টির সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা জড়িত। এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কথা বলবেন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পন্নুনের কোনও সঙ্গীর তোলা বলে ধারনা করা হচ্ছে। ভিডিওতে দেখা যায় মঞ্চের উপরে রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। তার পরে দেখা যায় সমবেত জনতা, যারা অধিকাংশই ট্রাম্পের সমর্থক, ট্র‍্যাম্পের পক্ষে স্লোগান দিচ্ছেন। তার পরেই ক্যামেরাতে ধরা পড়েন পন্নুন। দেখা যায়, তিনি ‘খালিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়ে আওয়াজ তুলছেন।

আজ সপ্তাহান্তের সাংবাদিক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘‘যখনই আমেরিকায় কোনও ভারত-বিরোধী কার্যকলাপ হয়, আমরা আমেরিকার সঙ্গে কথা বলি। এ বিষয়টি নিয়েও ওয়াশিংটনের সঙ্গে কথা বলা হবে। পৃথিবীর যে কোনও প্রান্তে ভারত-বিরোধী কাজের আঁচ পেলেই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’’

পন্নুনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ এনে ২০২১ সালে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। অমৃতসর ও চণ্ডীগড়ে তার সম্পত্তিও বাজেয়াপ্তও করেছে তারা। পন্নুন খালিস্তানের স্বাধীনতার জন্য কাজ করছেন বলে তথ্যমতে জানা যায়।

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা

এম.কে
২৬ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

মানুষের জায়গা নিচ্ছে চ্যাটজিপিটি !

বাধ্যতামূলক যৌনশিক্ষার বিপক্ষে ইতালি

পদার্থে নোবেল পেলেন যে ৩ জন