TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)

ডলারের বিপরীতে পাউন্ডের রেকর্ড মূল্যবৃদ্ধি, পাউন্ডের বিপরীতে সর্বনিম্নে বাংলাদেশের মুদ্রা

ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। স্টার্লিং এখন ১.৩৭ মার্কিন ডলারের ওপরে লেনদেন হচ্ছে, যা ২০২১ সালের অক্টোবরের পর সর্বোচ্চ।

এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে বাংলাদেশি টাকার ওপরও। পাউন্ডের বিপরীতে টাকার মান সর্বনিম্নে পৌঁছেছে। ২৬ জুন, এক পাউন্ডের বিনিময়ে ১৬৮.২০ টাকা পাওয়া গেছে, যা একটি রেকর্ড দরপতন বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা।

তবে বিভিন্ন ব্যাংকে রেট কিছুটা কমবেশি দেখা গেছে। রেমিট্যান্স, আমদানি ও ভ্রমণ খাতে ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাজ্যের অর্থনীতি কিছুটা স্থিতিশীলতা ফিরে পাওয়ায় পাউন্ডের এই উত্থান। অন্যদিকে, বাংলাদেশের টাকার দুর্বলতা মুদ্রানীতির চ্যালেঞ্জ বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্রঃ বিবিসি

এম.কে
২৮ জুন ২০২৫

আরো পড়ুন

আরো ৫ হাজার মানুষ যদি মারা লাগে সরকার চিন্তা করবে না -পবিপ্রবি রেজিস্ট্রার সন্তোষ কুমার বসু

পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ

বিবিসি ও লিনেকার দ্বন্দ্বে চাপে সরকার