15.4 C
London
September 10, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের জয়কে অভিনন্দন জানালেন পাকিস্তান জামায়াতের আমির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) ইসলামী ছাত্রশিবিরের ঐতিহাসিক বিজয়ে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তান জামায়াত-ই-ইসলামের আমির হাফিজ নাঈমুর রহমান। বুধবার (১০ সেপ্টেম্বর) সংগঠনের অফিশিয়াল ফেসবুক ও টুইটার পেজে তার বক্তব্য প্রকাশ করা হয়।

হাফিজ নাঈমুর রহমান বলেন, “বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ। দেশটির বৃহত্তম বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনে ইসলামী ছাত্র সংগঠন ইসলামী জমিয়াতে তালাবা (ছাত্রশিবির) বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। পুরো প্যানেল বিজয়ী হওয়া বাংলাদেশের ইতিহাসে এই প্রথম।”

তিনি অভিযোগ করেন, অন্য প্যানেলগুলো একযোগে ভারতপন্থী শক্তির সমর্থন পেয়েছিল। তবু শিক্ষার্থীরা ইসলামী ছাত্রশিবিরকে বিজয়ী করেছে। তার ভাষায়, এ বিজয় বাংলাদেশের ছাত্রসমাজের মধ্যে নতুন আত্মবিশ্বাসের জন্ম দিয়েছে।

জামায়াত আমির আশাবাদ ব্যক্ত করে বলেন, আল্লাহর ইচ্ছায় এই বিজয় ছাত্র-যুবসমাজের অধিকার আদায়ের সংগ্রামকে আরও ত্বরান্বিত করবে। একইসঙ্গে ভারতের ষড়যন্ত্র থেকে বাংলাদেশের মুক্তি এনে দেবে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির নতুন অধ্যায় রচনা করবে।

এ ছাড়া তিনি নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারকে কৃতিত্ব দেন। বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গণতন্ত্রের নার্সারি হিসেবে পরিচিত ডাকসু নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সক্ষম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১০ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

আমি ভোট দিতে পারলে জিয়ার দর্শনকেই সমর্থন করতামঃ উইলিয়াম বি মাইলাম

আদালতের এজলাস কক্ষ থেকে লোহার খাঁচা সরানো শুরু

কোকা-কোলার ব্যবসায় ধস নেমেছে বাংলাদেশে