ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশ কার্যকর হয়নি। সোমবার (১ সেপ্টেম্বর) চেম্বার জজ আদালত হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন। ফলে আগামী ৯ সেপ্টেম্বর নির্ধারিত তারিখেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এর আগে হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট আবেদনের শুনানি শেষে ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার আদেশ দেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এ আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে আবেদন করে।
আদালতের সিদ্ধান্তের পর বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সংবাদ সম্মেলনে বলেন, হাতে লিখিত আবেদন গ্রহণ করে চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন। ফলে এখন নির্বাচনী কার্যক্রম, প্রার্থীদের প্রচারণা বা ভোটগ্রহণে কোনো আইনগত বাধা নেই। তিনি আরও জানান, মঙ্গলবার সিএমপি দায়ের করা হবে এবং গুরুত্বের ভিত্তিতে শুনানি হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, এবার ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ৪৭১ প্রার্থী। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী রয়েছেন। নারী প্রার্থী সংখ্যা ৬২ জন। অন্যদিকে ১৮টি হল সংসদের ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচনী বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া ১০ জন প্রার্থী আপিল করেননি বলে তাদের প্রার্থিতা বাতিল হয়। এছাড়া ২৮ প্রার্থী স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেন। শেষ পর্যন্ত নির্বাচন কমিশন ৪৭১ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করে।
এম.কে
০১ সেপ্টেম্বর ২০২৫