12.4 C
London
November 1, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

ডিএমপিঃ ৫ আগস্ট পুলিশের উপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহান বলেছেন, “গত ৫ আগস্ট পুলিশের উপর হামলা ও হত্যার ঘটনায় অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

শনিবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকার মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

উপকমিশনার সারোয়ার জাহান বলেন, “৫ আগস্টের আগে আন্দোলনকে কেন্দ্র করে হওয়া মামলাগুলো ঊর্ধ্বতনদের নির্দেশমতো ক্লোজ করা হয়েছে। তবে যেগুলো হত্যা মামলা সেগুলোর কাজ চলছে। হত্যা মামলাগুলোর ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন ডিএমপি কমিশনার।”

পুলিশ গত মাসে শুধু রমনা বিভাগেই ১৩৫ জনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করেছে জানিয়ে সারোয়ার জাহান বলেন, “আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। এই তালিকায় যুবলীগ-আওয়ামী লীগের পদধারী ব্যক্তিরাও আছেন। এমনকি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন। তাকে ছাত্র জনতার আন্দোলনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “পলিটিক্যাল আইডেন্টিটি এখানে মুখ্য নয়, যারা অপরাধ করেছে তারা আমাদের চোখেও অপরাধী।”

এছাড়াও অস্ত্র ও মাদক উদ্ধারের যে নিয়মিত অভিযান সেগুলো চলমান রয়েছে বলে জানান উপকমিশনার।

সূত্রঃ ডিটি

এম.কে
১৩ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

উপদেষ্টা পুত্রের সাথে বরিশাল ঘুরে গেলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রীর পুত্র

‘ফোনে আপা আপা বলা’ আ. লীগকর্মী তানভীর বহিষ্কার

ওয়ার্ক পারমিট ছাড়া বাংলাদেশে কাজ করতে পারবেন না বিদেশিরা