6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
শীর্ষ খবরস্পোর্টস

ডিজাইন চুরি করে তৈরি টাইগারদের বিশ্বকাপ জার্সি!

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সির ডিজাইন করে প্রশংসা কুড়াচ্ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টস। জার্সিতে সুন্দরবনের গোলপাতার ফাঁক গলে বেরিয়া আসা রয়েল বেঙ্গল টাইগারের মুখাবয়ব ও ঐতিহ্যবাহী জামদানির প্রতিচ্ছবি বেশ সাড়া ফেলে।

 

কিন্তু উন্মোচনের সপ্তাহ না পেরোতেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে জার্সিটি। ইন্টারনেট থেকে ডিজাইন নামিয়ে তা চুরি করে বিশ্বকাপ জার্সি তৈরির অভিযোগ উঠেছে।  পিন্টারেস্ট-এর একটি ছবি নকল করে ডিজাইন করা হয়েছে ।

 

তারা জানায়, এই ডিজাইনটি ২০১৫ সালে পিন্টারেস্ট ওয়েবসাইটে প্রথম আপ করা হয়। বোঝাই যাচ্ছে, বিশ্বকাপ জার্সির থিম, ডিজাইন তৈরিতে তেমন মাথা খাটায়নি প্রস্তুতকারীরা। বিসিবির জার্সি তৈরির কোম্পানিটি পিন্টারেস্ট থেকে সেই ছবিটি নামিয়ে বসিয়ে দেয় জার্সির গায়ে।

 

টিম টাইগার্সের বিশ্বকাপ জার্সি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা সমর্থকরা চুরির বিষয়টি জানতেই এখন সমালোচনায় মেতে উঠেছেন। ক্রিকসার্কেল নামক ক্রীড়া পেজে বলা হচ্ছে, ক্রীড়ামোদীরা সবসময় জার্সির বিষয়টি নিয়ে সচেতন থাকে, এটা তাদের কাছে আবেগের মতো। একটি জার্সি তৈরির কোম্পানি বাংলাদেশি ক্রিকেট ভক্তদের এই আবেগ নিয়ে খেলা করছে। তারা ডিজাইন চুরি করেছে। জার্সি তৈরির প্রতিষ্ঠানটি বিসিবি, মিডিয়া এবং ভক্তদের বোকা বানিয়েছে।’

 

৬ অক্টোবর ২০২২
নিউজ ডেস্ক

আরো পড়ুন

অভিবাসীদের নৌকা ঠেকাতে নৌবাহিনী: ‘মশা মারতে কামান’

অনলাইন ডেস্ক

বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই যেতে পারবেন যেসব দেশে

কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নিতে পরিকল্পনা করছে যুক্তরাজ্য সরকার