1.6 C
London
January 1, 2026
TV3 BANGLA
ফিচার

‘ডেডপুল অ্যান্ড উলভেরিন’ দিয়ে স্বরূপে ফিরতে যাচ্ছে মার্ভেল

সোমবার প্রকাশ পেল ‘ডেডপুল অ্যান্ড উলভেরিন’-এর ট্রেলার। বছরের অন্যতম আকাক্ষিত সিনেমা এটি। এর মধ্য দিয়ে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে যুক্ত হচ্ছে ডেডপুল ও উলভেরিন। এমনিতেই বোঝা যাচ্ছিল মার্ভেল দ্রুতই এক্স মেনকে যুক্ত করবে তাদের ইউনিভার্সে। সেই সঙ্গে ডেডপুলও যুক্ত হলো। মার্ভেলের জন্য দুটোই গুরুত্বপূর্ণ।

প্রথমত, এর মধ্য দিয়ে দর্শককে আবার ফেরানো যাবে মার্ভেলের দিকে। সেই সঙ্গে বক্স অফিসের সাফল্যও আসতে পারে। ডেডপুল সিরিজে মুক্তি পেয়েছে দুটি সিনেমা। চরিত্র হিসেবে ডেডপুলের জনপ্রিয়তা অন্য রকম। কমিক রিলিফের পাশাপাশি তার কাজকর্ম এক শ্রেণীর দর্শকের পছন্দ। অন্যদিকে উলভেরিনের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ‘লোগান’-এর পর তাকে আবার কোনও সিনেমায় দেখা যাবে অনেকেই চিন্তা করেনি। তাই ‘ডেডপুল থ্রি’তে উলভেরিনের উপস্থিতির কথা প্রকাশ হতেই সাড়া পড়ে গিয়েছিল।

২ মিনিট ৩৮ সেকেন্ডের ট্রেলারটি মার্ভেলের অন্যান্য সিনেমা থেকে একদমই ভিন্ন। শুরু হয় উলভেরিনকে দিয়ে। বারে বসে থাকে সে। ওই বারেই উদয় হয় ডেডপুল। এরপর ট্রেলারে দুজনের মুখোমুখি সংলাপ, দ্বন্দ্ব ও একত্রে মিশনে যাওয়ার বিষয়গুলো দেখানো হয়। সিনেমার গল্প একদমই প্রকাশ হয়নি ট্রেলারে। কেবল বোঝা যাচ্ছে পুরো সিনেমা এ দুই চরিত্রের ব্যাক স্টোরি ও বর্তমান মিশনকে আবর্তন করে চলবে। তার সঙ্গে হয়তো যুক্ত হবে মার্ভেল ইউনিভার্সের আরো কিছু আনুষঙ্গিক গল্প।

এ সিনেমা তিন ধরনের দর্শক আকর্ষণ করবে, এমসিইউয়ের দর্শক, উলভেরিন ভক্ত ও ডেডপুল ভক্ত। ফলে মার্ভেলের সুযোগ হলো একটা বড় সংখ্যার দর্শকের কাছে পৌঁছানো। এরই মধ্যে ট্রেলারের প্রতিক্রিয়া অত্যন্ত ইতিবাচক।

সূত্রঃ আই জি এন

এম.কে
০৫ মে ২০২৪

আরো পড়ুন

বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই যেতে পারবেন যেসব দেশে

যেভাবে ‘পেগাসাস স্পাইওয়্যার’ থেকে স্মার্টফোন সুরক্ষিত রাখবেন

অনলাইন ডেস্ক

আইরিশ-স্কটিশ-ওয়েলশ ভাষায় প্রকাশ পেল বঙ্গবন্ধুর ভাষণ

অনলাইন ডেস্ক