9.1 C
London
April 26, 2024
TV3 BANGLA
মুক্তমতশীর্ষ খবর

রাইট টু রেন্ট

ইমিগ্রেশন এ্যাক্ট ২০১৪-এর একটি অংশ হল রাইট টু রেন্ট। রাইট টু রেন্ট ধারার মধ্যে বিলেতে বাই টু লেট প্রপার্টি ভাড়া নেয়া ও দেয়ার ক্ষেত্রে ল্যান্ডলর্ড এবং টেন্যান্টদের যেসব শর্তবলি রয়েছে তার বর্ণনা রয়েছে। এর মাধ্যমে অবৈধ ইমিগ্রেন্টরা বিলেতে প্রপার্টি ভাড়া নিতে পারবে না।

 

১ জুলাই ২০২১ থেকে সকল EEA পাসপোর্ট/ন্যাশনাল আইডিধারী এবং অন্যান্য দেশের পাসপোর্টধারীদের গ্রেট ব্রিটেনে বসবাস করতে হলে ব্রিটিশ রেসিডেণ্ট পারমিট ডকুমেন্ট এর প্রয়োজন হবে।

 

প্রপার্টি ভাড়া দেবার সময় ল্যান্ডলর্ড/এস্টেট এজেণ্টদের যেসব দায়িত্ব রয়েছেঃ

যেসব এডাল্ট পারসন প্রপার্টিতে থাকবে এই প্রপার্টি যেন তাদের প্রধান রেসিডেণ্ট প্রপার্টি হয়।
টেন্যান্টদের বিলেতে বসবাস করার অনুমতি আছে তার অরিজিনাল ডকুমেন্ট দেখাতে হবে।
টেন্যান্টদের ফিজিক্যাল উপস্থিতিতে তাদের অরিজিনাল ডকুমেন্টসমূহ চেক করতে হবে।
ল্যান্ডলর্ড প্রপার্টি ভাড়া দেবার আগে সকল ডকুমেন্টসমূহ কপি টেন্যান্টদের নিকট হতে গ্রহণ করবে।
ভাড়া দেবার পর টেন্যান্টদের ভিসার মেয়াদ শেষ হবার আগে আবারও সকল ডকুমেন্টসমূহ চেক করতে হবে।

 

রাইট টু রেন্ট এর জন্য একজন টেন্যান্টকে নিন্মের শর্তাবলির যে কোন একটি পূরণ করতে হবেঃ

ব্রিটিশ/আইরিশ নাগরিক
ইন্ডিফিনিট লিভ টু রিমেইন (ILR)
বায়োমেট্রিক রেসিডেণ্ট কার্ড, পারমিট অথবা স্ট্যাটাস।
রিফিউজি স্ট্যাটাস অথবা হিউমেনেটিরিয়ান প্রোটেকশন
EU সেটেলমেন্ট স্কিম আওতায় সেটেল/প্রি- সেটেল স্ট্যাটাস
ব্রিটেনে থাকার পারমিশন। যেমন ওয়ার্ক অথবা স্টুডেন্ট ভিসা
কোন ব্যক্তি যদি ব্রিটিশ/আইরিশ নাগরিক না হন, তবে তিনি ব্রিটেনে বাসা ভাড়া নিতে পারবে কিনা তা যাচাই করার জন্য এই ওয়েবসাইটে লগইন করে চেক করতে হবে। এবং এখান থেকে “share code” বের করতে হবে।

 

ল্যান্ডলর্ডরা এই ওয়েবসাইট থেকে টেন্যান্ট এর নিকট হতে পাওয়া “share code” এর মাধ্যমে টেন্যান্ট এর রাইট টু রেন্ট চেক করতে পারবে।

 

 

রাইট টু রেন্ট এবং মর্গেজ সংক্রান্ত যেকোনো ব্যাপারে আরোও বিস্তারিত জানতে আমাদের সাথে নিচের টেলিফোন নাম্বারে অথবা ইমেইলে যোগাযোগ করতে পারেন।

Email: info@benecofinance.co.uk

Tel: +4402080502478

আরো পড়ুন

বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের এক্সচেঞ্জ রেট

অনলাইন ডেস্ক

ফ্রান্স ও স্পেন ভ্রমণে আবাসন সংক্রান্ত প্রমাণপত্র দেখাতে হতে পারে ব্রিটিশদের

যুক্তরাজ্যের মোটরওয়ে হতে নগদ অর্থ জব্দ