22.3 C
London
August 5, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

ড. ইউনূসকে অভিনন্দন জানালেন মমতা

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার (৯ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ইউনূসকে স্বাগত জানান তিনি।

ফেসবুক পোস্টে মমতা বলেন, আমি প্রফেসর মুহাম্মদ ইউনূস ও আরও যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি।

বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হবে, এ কথা জানিয়ে মমতা লিখেন, পৃথিবীতে শান্তি ফিরে আসুক, আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো ভালো করুক। তারা ভালো করলে আমরাও ভালো থাকব।

এছাড়া ছাত্রসমাজকে ধন্যবাদ জানিয়ে মমতা লিখেছেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষ শান্তি, সমৃদ্ধির পথে পা বাড়াক, এমনটিই আমার চাওয়া। তরুণ, শ্রমজীবী, কৃষিজীবীসহ নারীদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন মমতা ব্যানার্জি।

সংকট কেটে গিয়ে শান্তি ফিরে আসুক, এমন আশাবাদ ব্যক্ত করে মমতা তার পোস্টটি সম্পূর্ণ করেন।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৯ আগস্ট ২০২৪

আরো পড়ুন

ভারতের ভিত্তিহীন বিবৃতিতে ঘটনার ভুল উপস্থাপন হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

১০ এপ্রিল গণভবন অভিমুখে সোহেল তাজের পদযাত্রা

বাংলাদেশে শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করবঃ ড. ইউনূস