ঢাকার আগারগাঁও এলাকায় এক হোটেল বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্থানীয় সূত্রে জানা গেছে, হোটেলে নেই মালিক, নেই কর্মচারী—যা পথচারী ও ক্রেতাদের কাছে কৌতূহলের জন্ম দিয়েছে। অনলাইন ডেইলি দেশের পত্র-এর অনলাইন পেজে প্রকাশিত একটি ভিডিওতে বিষয়টি স্পষ্টভাবে ধরা পড়ে, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তেই।
ভিডিওতে দেখা যায়, হোটেলের কার্যক্রমে কাস্টমাররা নিয়মিতভাবে মালিক বা কর্মচারীর অনুপস্থিতিতে নিয়মিত সেবা গ্রহণ করে যাচ্ছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মানুষ নানা মন্তব্য করছেন।
একজন মন্তব্যকারী সতর্ক করে বলেন, সাম্প্রতিক সময়ে ফুড ব্লগারদের অতিরিক্ত প্রচারণা অনেক ব্যবসায়ীর জন্য নেতিবাচক প্রভাব ফেলেছে। তিনি উদাহরণ দিয়ে জানান, অতিরিক্ত ভাইরাল হওয়ার কারণে অনেকের ব্যবসা টেকেনি। তার মতে, এই মানবিক ভাই বর্তমানে যে অবস্থায় আছেন, সেটি বজায় রাখা উচিত এবং ভাইরাল প্রচারণার বদলে স্থায়ীভাবে ব্যবসাকে উন্নত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে ওই মন্তব্যকারী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ভাইরাল প্রচারণার চেয়ে টেকসই ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলা জরুরি। তিনি হোটেলের পরিকাঠামো উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
০৯ আগস্ট ২০২৫