7.4 C
London
December 19, 2024
TV3 BANGLA
বাংলাদেশশীর্ষ খবর

ঢাকায় ভয়াবহ বিস্ফোরণ

রাজধানীর গুলিস্তান এলাকায় একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে সাত জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় আহত অর্ধ শতাধিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
বিস্ফোরণে গুলিস্তান বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশে ৫ম তলা ভবন এবং তার পাশের ৭ তলা একটি সেনেটারি মার্কেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, রাজধানীর ফুলবাড়িয়ার আলুবাজার এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
বিস্ফোরণের কারণ কিংবা হতাহতের সঠিক সংখ্যা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় আহত শতাধিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় সাত জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এম.কে
০৭ মার্চ ২০২৩

আরো পড়ুন

ডাউনিং স্ট্রিটের পার্টি: বরিস জনসনের জন্য অশনী সংকেত!

বাংলাদেশ লাগোয়া করিমগঞ্জের নাম বদলে হলো ‘শ্রীভূমি’

যুক্তরাজ্যে হামাসের পক্ষে অবস্থান নিলে নাগরিকদের নামে হতে পারে ফৌজদারি মামলা

নিউজ ডেস্ক