বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রোম রুটের একটি ফ্লাইটে দুর্গন্ধযুক্ত খাবার ও পঁচা মাছের তীব্র গন্ধের কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। দুর্গন্ধের কারণে ফ্লাইটটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে (Fiumicino Aeroporto) চার ঘণ্টারও বেশি সময় আটকে থাকে।
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিজি ৩৫৫ ফ্লাইটটির ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু দুর্গন্ধের কারণে বিমানটি উড্ডয়নের অনুমতি পেতে রাত ১১টা ১৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। পুরো সময় যাত্রীরা বিমানের ভেতরেই আটকে ছিলেন।
যাত্রীরা জানান, দুর্গন্ধ এতটাই তীব্র ছিল যে অনেকে নাকে হাত দিয়ে এদিক-ওদিক ছুটতে থাকেন। কেউ কেউ শ্বাসকষ্টের অভিযোগও করেন। কেবিন ক্রুরা বারবার এয়ার ফ্রেশনার স্প্রে করলেও গন্ধ দূর হয়নি।
ঘটনার সময় কার্গো অংশ থেকে পচা গন্ধ ছড়িয়ে পড়ছিল বলে ধারণা করা হচ্ছে। এদিকে, রোম বিমানবন্দরের পুলিশ দুর্গন্ধের কারণ খতিয়ে দেখতে ফ্লাইটের কার্গো চেক করে। এই সময় যাত্রীরা লাগেজ বেল্ট এলাকায় চলে যান, কিন্তু তাদের কাছে কোনো তথ্য স্পষ্টভাবে জানানো হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দরের ভেতরে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। যাত্রীরা ক্ষোভ প্রকাশ করলেও সমস্যার সঠিক কারণ সম্পর্কে কেউ কিছু বলতে পারেনি।
চার ঘণ্টা বিলম্বের পর অবশেষে বিমানটি ঢাকার উদ্দেশে উড্ডয়নের অনুমতি পায়। ঘটনায় যাত্রীদের মধ্যে ক্ষোভের পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তা ও কার্গো তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
০২ আগস্ট ২০২৫