TV3 BANGLA
বাংলাদেশ

ঢাবিতে ইলিয়াস হোসেন ও পিনাকী ভট্টাচার্যের কুশপুত্তলিকা দাহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে ‘অপপ্রচার, বিভ্রান্তিকর প্রচার, অবমাননাকর কথা’ বলায় ইলিয়াস হোসেন এবং পিনাকী ভট্টাচার্যের কুশপুত্তলিকা দাহ করেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে রাজু ভাস্কর্যের পাদদেশে কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা।

এসময় তারা “পাকি বীজ দের ঠিকানা, এই বাংলায় হবেনা”, “শুনে রাখো রাজাকার, বাংলা আমার বাপ-দাদার”, প্রভৃতি স্লোগান দেন।

আয়োজকদের একজন, আরাফাত চৌধুরী বলেন, নৈতিকতার জায়গা থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সচেতন শিক্ষার্থী হিসেবে আমরা এই আয়োজন করেছি।

তিনি বলেন, যেভাবে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ নিয়ে অপপ্রচার, বিভ্রান্তিকর প্রচার, অবমাননাকর কথা বলে যাওয়া হচ্ছে, তা এই বিজয়ের মাসে আমরা কোনোভাবেই মেনে নিতে পারিনা।

সূত্রঃ বাংলা ট্রিবিউন

এম.কে

আরো পড়ুন

ভারতের রাষ্ট্রদূতকে ঢাকায় তলবঃ বাংলাদেশের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ

নিউজ ডেস্ক

ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়

নোবেলকে ‘জাতীয় বেয়াদব’ আখ্যা দিলেন গায়ক রবি চৌধুরী