TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

তাণ্ডব চালাচ্ছে ঝড় ব্রামঃ যুক্তরাজ্যের রেল–বিমান চলাচল ব্যাহত, ঘরে ঘরে অন্ধকার

ঝড় ব্রাম যুক্তরাজ্যজুড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাতে দৈনন্দিন জীবন ব্যাহত হয়ে পড়েছে, বিশেষ করে উত্তর-পশ্চিম স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে যেখানে অ্যাম্বার বাতাসের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

 

ঝড়ের তীব্রতায় দেশের বিভিন্ন এলাকায় রেল চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। অসংখ্য ট্রেন সেবা বাতিল করতে বাধ্য হয়েছে রেল অপারেটররা। পাশাপাশি বেশ কয়েকটি বিমানবন্দরও বিপজ্জনক আবহাওয়ার কারণে একাধিক ফ্লাইট বাতিল বা বিলম্বিত করেছে।

বাতাসের দাপটে লণ্ডভণ্ড হয়েছে সড়কপথও। বহু গুরুত্বপূর্ণ রুটে গাছ উপড়ে পড়া ও বন্যার কারণে যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। জরুরি সেবা পরিস্থিতি সামাল দিতে রাতে অতিরিক্ত টিম মোতায়েন করেছে।

প্রচণ্ড ঝড়ে হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিশেষ করে স্কটল্যান্ডের উচ্চভূমি ও উত্তর আয়ারল্যান্ডের গ্রামীণ অঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে সময় লাগতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

ভিসা নিয়ে ব্রিটিশ হাইক‌মিশনের সতর্কবার্তা

সংসার ঠেকাতে কি করলেন ব্রিটিশ বক্সার

বরিস জনসনের বিরুদ্ধে যুক্তরাজ্য পুলিশের তদন্ত শুরু