TV3 BANGLA
বাংলাদেশ

তারেক রহমানকে ঠেকাতে বড় চক্রান্ত সক্রিয়—নূরুল কবীরের অভিযোগ

দেশের বর্তমান রাজনৈতিক সমীকরণ, গণভোট প্রক্রিয়া এবং আন্তর্জাতিক পর্যায়ের কূটনৈতিক তৎপরতাকে ঘিরে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী শক্তির প্রতি নানা ধরনের ‘পরিকল্পিত বাধা’ তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন নিউ এইজের সম্পাদক নূরুল কবীর। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের আলোচনায় তিনি এসব অভিযোগ উত্থাপন করেন।

নূরুল কবীর বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজনৈতিকভাবে পুনরুত্থান থেকে ঠেকাতে দৃশ্যমান ও অদৃশ্য দুই পরিসরেই বড় ধরনের চক্রান্ত সক্রিয় রয়েছে। তার দাবি, এই সমন্বিত প্রয়াসের লক্ষ্যই হলো বিরোধী রাজনীতিকে নিয়ন্ত্রণে রাখা।

গণভোট আয়োজন নিয়ে তিনি বলেন, প্রক্রিয়াটি নিয়মতান্ত্রিকভাবে হওয়া উচিত হলেও একইসঙ্গে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার ঘোষণায় উদ্দেশ্যমূলক বিভ্রান্তি তৈরি হচ্ছে। তার ভাষায়, একই দিনে হাইকোর্ট ও আপিল বিভাগে একই মামলার শুনানি চালানোর মতো অস্বাভাবিক সিদ্ধান্তও এই রাজনৈতিক কৌশলের অংশ।

নূরুল কবীর অভিযোগ করেন, বিএনপি গণভোটের প্রস্তাবে ‘মেনে নিলেও মনে নেয়নি’। সুবিধাবাদী চাপ ও পরিস্থিতিগত বিবেচনায় দলটি বিষয়টি গ্রহণ করেছে। তবে তারা জানে—তাদের ক্ষমতার পথ রুদ্ধ করতে নানা স্তরে পরিকল্পনা চলছে।

আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে পশ্চিমা কূটনীতিকদের অবস্থান নিয়ে তিনি বলেন, নতুন প্রজন্মের কিছু কূটনীতিক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে ধারণাহীন। ফলে জামায়াতের ‘সুশৃঙ্খল উপস্থাপনা’ ও ‘সৌজন্যমূলক আচরণ’ দেখে তাদের মধ্যে সহানুভূতিশীল মনোভাব বাড়ছে। এই পরিস্থিতির জন্য বিএনপির কূটনৈতিক ব্যর্থতাকেও তিনি দায়ী করেন।

বিভিন্ন জরিপ নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক সংকটকালীন সময়ে জরিপ বিশেষ স্বার্থগোষ্ঠীর হাতিয়ার হয়ে ওঠে। আইআরআইসহ একাধিক প্রতিষ্ঠানের জরিপে লাখ লাখ ডলার বিনিয়োগ করে জনমত প্রভাবিত করার চেষ্টা হয় বলে তিনি অভিযোগ করেন। তার মতে, এসব জরিপ দিয়ে বাস্তবতা বিচার করলে ভুল সিদ্ধান্তে পৌঁছানোর ঝুঁকি থাকে।

জনগণের মনোভাব নিয়ে নূরুল কবীর বলেন, এখনও দেশে নিরাপদ রাজনৈতিক পরিবেশ তৈরি না হওয়ায় ভোটাররা প্রকাশ্যে মত প্রকাশে অনীহা দেখায়। ফলে পূর্বাভাসমূলক জরিপ বিভ্রান্তিকর হলেও শেষ মুহূর্তের ভোটের ফল উল্টো হতে পারে—এটাই দক্ষিণ এশিয়ার বাস্তবতা।

শেষদিকে তিনি সতর্ক করে বলেন, চাপ, প্রতারণা ও চক্রান্তের মাধ্যমে কোনো রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “বুদ্ধিমত্তা এখনো ফিরে আসুক—এই প্রত্যাশা করি।”

সূত্রঃ ইনকিলাব

এম.কে

আরো পড়ুন

বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সময়ে শিশু ধর্ষণ মামলার রায়

অনলাইন ডেস্ক

ভারত থেকে আসছেন না চিন্ময়ের আইনজীবী, মোদিকে দেওয়া চিঠি উত্তর পাননি রবীন্দ্র

বাংলাদেশের বিমান পরিবহন খাত জোরদারে যুক্তরাজ্যের সঙ্গে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত