বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আমদানি করা একটি বিশেষভাবে সজ্জিত টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি২৫০ এসইউভি বাংলাদেশে এসে পৌঁছেছে। গাড়িটি ইতোমধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর মাধ্যমে বিএনপির নামে রেজিস্ট্রেশন পেয়েছে এবং ফিটনেস অনুমোদনও সম্পন্ন হয়েছে।
বিআরটিএ রেকর্ড অনুযায়ী, সাদা রঙের সাত আসনের এই হার্ডটপ প্রাডোর রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো–ঘ ১৬-৬৫২৮, এবং দলীয় ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে বিএনপি কার্যালয়, ২৮/১ নয়াপল্টন। রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন দেওয়া হয় মঙ্গলবার, যা করেন ঢাকা মেট্রো–১ সার্কেলের মোটর ভেহিকল ইন্সপেক্টর সাবিকুন নাহার। ফিটনেসের মেয়াদ বৈধ রাখা হয়েছে ডিসেম্বর ২০২৯ পর্যন্ত।
জাপানে তৈরি এই ২,৮০০ সিসি ক্ষমতার এসইউভিটি সংযুক্ত আরব আমিরাতের ভেলোস অটোমোটিভ এক্সপোর্টিং এলএলসি থেকে আমদানি করে ঢাকার তেজগাঁও শিল্প এলাকার এশিয়ান ইমপোর্টস লিমিটেড। ১ নভেম্বর চট্টগ্রাম বন্দরে ‘মা অ্যাসোসিয়েটস’-এর মাধ্যমে গাড়িটি দেশে পৌঁছে। নভেম্বরে মাঝামাঝি সময়ে এশিয়ান ইমপোর্টস-এর শোরুমে গাড়িটি রাখা অবস্থায় দেখা যায়, যদিও কর্মীরা ছবি তোলার অনুমতি দেননি।
বিল অব এন্ট্রি অনুযায়ী, আমদানিকারক কোম্পানি গাড়িটির মূল্য উল্লেখ করে ৩৭ হাজার ডলার। ডলারের বিনিময় হার ১২২.৪১ টাকা ধরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শুল্ক ও কর হিসাব করে গাড়িটির মূল্য দাঁড়ায় ৪৫ লাখ ২৯ হাজার ১৭০ টাকা। তবে কাস্টমস মূল্যায়ন অনুযায়ী দাম ধরা হয় ৪১ হাজার ডলার। গাড়িটির ওপর শুল্ক, ভ্যাট ও অন্যান্য কর হিসেবে সরকার মোট সংগ্রহ করেছে ২ কোটি ৩১ লাখ ১৬ হাজার ৯৪২ টাকা। ফলে সব মিলিয়ে গাড়ির সর্বশেষ মোট ব্যয় দাঁড়িয়েছে ২ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ১১২ টাকা।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রণালয় খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য বিএনপিকে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দেয়—একটি জুনে ও আরেকটি অক্টোবর মাসে। তবে সদ্য আমদানি হওয়া প্রাডোটি বুলেটপ্রুফ কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিশেষজ্ঞদের মতে, স্ট্যান্ডার্ড টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি২৫০ মডেল বুলেটপ্রুফ নয়। বুলেটপ্রুফ করতে হলে ইনকাস (INKAS) বা আলপাইন আর্মারিং–এর মতো বিশেষায়িত প্রতিষ্ঠান দ্বারা গাড়িতে ব্যালিস্টিক স্টিল, বহুস্তরীয় বুলেটরোধী কাচ, দরজায় সুরক্ষা ওভারল্যাপ এবং রান-ফ্ল্যাট টায়ারসহ নানা সুরক্ষা সংযোজন করতে হয়। সংযুক্ত আরব আমিরাতে ইনকাস আর্মার্ড ভেহিকলস ইউএই এমনই একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান, যারা রাষ্ট্রীয়, সামরিক, আন্তর্জাতিক সংস্থা, নিরাপত্তা প্রতিষ্ঠান ও ভিআইপি ক্লায়েন্টদের জন্য সাঁজোয়া গাড়ি তৈরি করে থাকে।
গাড়িটি বুলেটপ্রুফ করা হয়েছে কি না—তা নিয়ে এখনো কোনো পক্ষই আনুষ্ঠানিক মন্তব্য করেনি, যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যপক আলোচনা চলছে।
সূত্রঃ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড
এম.কে

