নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বিশাল গাড়িবহর নিয়ে উত্তরবঙ্গ সফর ঘিরে সমালোচনার মধ্যে এনসিপির সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে উদ্দেশ্য করে খোলা চিঠি লেখেন।
এর পরিপ্রেক্ষিতে, সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে তাসনিম জারার খোলা চিঠির জবাব দিয়েছেন।
সারজিস আলম তার পোস্টে প্রথমে তাসনিম জারাকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘‘আমাদের চিন্তা-চেতনা, ধ্যান-ধারণায় একজন নতুন রাজনীতিতে আসা মানে এই নয় যে তার পরিবার সম্পূর্ণ অসহায় বা সাহায্যহীন। পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ নেতারা চাঁদাবাজি, লুটপাটের মাধ্যমে এসব কাজ করলেও, এর মানে এই নয় যে নতুনরা সে পথ অনুসরণ করবে।’’
তিনি আরও জানান, ‘‘কিছু কিছু মানুষের ধারণা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সহজ এবং একরকম। কিন্তু বিভিন্ন জেলাগুলোর রাজনৈতিক পরিবেশ একেক রকম। তাই, রাজনৈতিক পরিস্থিতি ও দলের অবস্থান বিবেচনায় কিছু কিছু পরিবর্তন সময়ের সঙ্গে আসবে, তবে সেটা হঠাৎ ১৮০ ডিগ্রি পরিবর্তিত হবে না।’’
এছাড়া, তিনি উল্লেখ করেন, ‘‘ফেসবুকের রাজনীতি আর মাঠের রাজনীতি এক নয়। মাঠের রাজনীতিতে দাঁড়ানোর জন্য জনবল ও সামর্থ্য প্রয়োজন, যা আপনি দেখাতে না পারলে জনগণ আপনাকে গ্রহণ করবে না।’’
তিনি বলেন, ‘‘আমরা নতুন বন্দোবস্ত চাই, তবে তা সময়ের সঙ্গে আসবে, একবারে কিছু করা সম্ভব নয়।’’ সারজিস আরো বলেন, ‘‘বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কিছু পরিবর্তন আনতে হবে, তবে তা করতে গেলে জনগণের চিন্তাভাবনার পরিবর্তনও প্রয়োজন।’’
সারজিস তার পোস্টে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ‘‘ফেরার সময় এত গাড়ি, এত মানুষ আমাকে সঙ্গ দিতে এসেছে, এটি আমি কখনো কল্পনা করিনি। আমার পরিবার, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরা নিজেদের উদ্যোগে বেশিরভাগ গাড়ি নিয়ে গিয়েছিলেন।’’
তিনি জানান, ‘‘মাঝে ৫০টি গাড়ির ভাড়া পরিশোধের জন্য আমার পরিবারকে তিন লাখ টাকা দিতে হয়েছে, যা আমরা বহন করতে সক্ষম।’’
তিনি অবশেষে বলেন, ‘‘এটা বিশ্বাস করি, যে টাকা আমার দাদা রেখে গিয়েছেন, সেই টাকায় আমি আমার নির্বাচনী খরচও মেটাতে পারব।’’
এভাবে, সারজিস আলম তার অবস্থান স্পষ্ট করে বলেন যে, মাঠের রাজনীতির বাস্তবতা সময়ের সাথে সাথে পরিবর্তন আনার প্রয়োজনীয়তা রয়েছে।
সূত্রেঃ স্যোশাল মিডিয়া
এম.কে
২৬ মার্চ ২০২৫