2.7 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

তিনদিনের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবেঃ সতর্কীকরণ কেন্দ্র

“বন্যা আরও নতুন নতুন অঞ্চলে বিস্তৃত হতে পারে”, বলেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার থেকে বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা ও পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে পানি বাড়তে থাকে। তলিয়ে যায় লোকালয়।

দেশের উত্তর পূর্ব ও পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি তিন দিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র৷ সিলেট ও চট্টগ্রাম বিভাগের বন্যা পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টা এরই রকম থাকবে বলেও আভাস দিয়েছে তারা।

সিলেট, কুমিল্লা, নোয়াখালী অঞ্চল ও পার্বত্য চট্টগ্রামে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হঠাৎ দেখা দেওয়া বন্যার মধ্য বুধবার এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেছেন, “মৌসুমি লঘুচাপের কারণে ত্রিপুরা এবং বাংলাদেশের সীমান্তে বৃষ্টিপাত হয়েছে। এর ফলে হবিগঞ্জ, মৌলভীবাজার, ফেনী, চট্টগ্রাম ও কুমিল্লায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

“এই পরিস্থিতি আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত একই থাকবে। তারপর থেকে কমে যেতে পারে। মোটামুটি তিন দিনের মধ্যে অনেক জায়গাতেই বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে।”

একই দিন বিকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত সচিব কে এম আলী রেজা বলেন, “দেশের সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ি জেলা বন্যাকবলিত হয়েছে।

“দেশের উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি এই মুহূর্তে বাড়ছে।”

কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, মুহুরী, ফেনী, হালদা নদীর পানি ৭টি স্টেশনে বিপৎসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলেও জানিয়ে তিনি বলেন, “বন্যা আরও নতুন নতুন অঞ্চলে বিস্তৃত হতে পারে।”

এম.কে
২২ আগস্ট ২০২৪

আরো পড়ুন

শেখ হাসিনার ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি

বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নিঃ রিজভী

বাংলাদেশের পিছিয়ে পড়া অঞ্চলে স্বাস্থ্যসেবা দিবে সৌদির ভাসমান হাসপাতাল