3.1 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাংলাদেশশীর্ষ খবর

তিস্তার জলের ভাগ চাইলেন আব্দুল মোমেন

ভারতে অনুষ্ঠিত জি-২০ গোষ্ঠীভুক্ত পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে এসেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। বাংলাদেশ সদস্য না হলেও ভারত বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে।

তিস্তা চুক্তি না-হওয়া নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ভারত সরকারের গবেষক সংস্থা বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের একটি সভায় আজ মোমেন বলেন, “ভৌগোলিক কারণে আমরা প্রকৃতি ও নদীর সুবিধা ভোগ করতে পারি। কিন্তু অন্য দেশকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করাটাও অনুচিত।”

তিস্তা নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলে তিস্তার পানির ন্যায্য ভাগের দাবিই জানালেন। তিনি বলেন, “প্রতিবেশী রাষ্ট্রগুলি সমৃদ্ধ হলে তা নিজের দেশেরও লাভ।”

বাংলাদেশ জি-২০-র সদস্য না হলেও ভারত বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, “কোনও দেশের ঘরোয়া রাজনীতিতে অন্য কোনও দেশের বাসিন্দারা যাতে আহত না হন, সেটাও আমাদের দেখা উচিত। সন্ত্রাসবাদ প্রশ্নে কঠোর বাংলাদেশ। নিজের ভূখণ্ড থেকে অন্য দেশের বিরুদ্ধে জঙ্গি তৎপরতাকে বরদাস্ত করে না বাংলাদেশ।”

এম.কে
০৩ মার্চ ২০২৩

আরো পড়ুন

সৌদিতে বিনামূল্যে টিকা পাচ্ছেন প্রবাসীরা

অনলাইন ডেস্ক

শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২০

অনলাইন ডেস্ক

টিকার মাধ্যমে সংক্রমণ কমার ইঙ্গিত পাচ্ছে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক