13.3 C
London
May 5, 2024
TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশ

তুরস্কের ই-ভিসা চালু বাংলাদেশিদের জন্য

বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে তুরস্ক ২০১৩ সাল থেকে ই-ভিসা সার্ভিস চালু করেছে। যা বিশ্বের ১০০টিরও বেশি দেশের পর্যটকদের জন্য তুরস্কে প্রবেশ করা সহজ করে তুলেছে।

বাংলাদেশের নাগরিকরাও এখন ইন্টারনেটের মাধ্যমে তুরস্কের ভিসার জন্য তাদের আবেদন জমা দিতে পারবেন। ই-ভিসার মাধ্যমে অবকাশ যাপন ও ব্যবসার কাজে তুরস্ক ভ্রমণ করতে পারবে। একটি পর্যটক ভিসার বিপরীতে মাত্র একবার প্রবেশ ও ৩০ দিন থাকার অনুমতি মিলবে।

তুর্কি ই-ভিসার মেয়াদ দেশটিতে প্রবেশের তারিখ থেকে শুরু করে ১৮০ দিনের জন্য বহাল থাকে। কেউ অতিরিক্ত সময় অবস্থান করতে চাইলে একটি পৃথক তুর্কি ভিসার প্রয়োজন হবে। সৌভাগ্যবশত, এই অনলাইন ভিসা ব্যবস্থার সুবিধার জন্য বাংলাদেশিরা দূতাবাস বা কনস্যুলেটে ব্যক্তিগতভাবে একটি অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারণের প্রয়োজনীয়তা থেকে অব্যাহতি পাবে।

বাংলাদেশ, ভারত, ইরাক, আফগানিস্তান, নেপাল, ভুটান ইত্যাদি দেশ শুধু সিঙ্গেল এন্ট্রি ই-ভিসার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। তবে এই সহজ ই-ভিসা পেতে হলে বাংলাদেশের নাগরিকদের অবশ্যই সেনজেন দেশ, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র বা আয়ারল্যান্ডের যে কোনো একটি থেকে বৈধ ভিসা বা পর্যটন ভিসা থাকতে হবে। অথবা সেনজেন দেশ, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র বা আয়ারল্যান্ডের যেকোনো একটি থেকে বসবাসের অনুমতি থাকতে হবে। এ শর্ত ছাড়া তুরস্কের ভিসার জন্য আগের পদ্ধতিতেই আবেদন করতে হবে।

তুরস্কের ই-ভিসা পেতে বাংলাদেশের নাগরিকদের জন্য
কমপক্ষে ছয় মাসের বৈধতাসহ একটি বৈধ পাসপোর্ট লাগবে। তাছাড়া ই-ভিসা পাওয়ার জন্য একটি বৈধ ই-মেইল ঠিকানা ও ই-ভিসা ফি প্রদানের জন্য একটি ক্রেডিট/ডেবিট কার্ড প্রয়োজন হবে। যথেষ্ট আর্থিকভাবে স্বচ্ছলতার প্রমাণ ছাড়াও একটি ফিরতি টিকেট ও হোটেল বুকিং দেখাতে হবে।

এম.কে
০৬ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী বিচারক বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত

কানাডায় বন্দুকধারীর গুলিতে আহত ৪ বাংলাদেশি

অনলাইন ডেস্ক

১৬ আগস্ট বন্ধ হয়ে যাচ্ছে সোনালী ব্যাংক ইউকে

অনলাইন ডেস্ক