17.6 C
London
September 7, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

তুরস্ক থেকে বাংলাদেশের ট্যাংক কেনা নিয়ে ভারতের প্রতিক্রিয়া

বাংলাদেশ তুরস্ক থেকে সামরিক ট্যাংক কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলোতে ভারত সব সময় সতর্ক থাকে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

৩ জানুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই বিষয়ে প্রশ্ন করা হলে, মুখপাত্র বলেন, ভারত নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সব সময় নজর রাখে এবং উপযুক্ত পদক্ষেপ নেয়। তিনি আরো জানান, বাংলাদেশের এই সিদ্ধান্ত ভারতের প্রতি কোনো বার্তা কি না, এমন প্রশ্নের উত্তরে বলেন, ভারত এখনও বাংলাদেশের সঙ্গে শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার জন্য আগ্রহী এবং সে সম্পর্ক পারস্পরিক বিশ্বাস ও সম্মানের ওপর ভিত্তি করে থাকতে চায়।

তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইচ্ছার কথা পুনরায় উল্লেখ করেন, যা দুই দেশের জনগণের কল্যাণে সহায়ক হবে।

ব্রিফিংয়ে দুই দেশের ধৃত জেলেদের মুক্তির প্রসঙ্গও ওঠে। ৫ জানুয়ারি ৯৫ জন ভারতীয় এবং ৯০ জন বাংলাদেশি জেলেকে মুক্তি দেওয়া হবে। এছাড়া, বাংলাদেশের পালাবদলের পর ভারতে বাংলাদেশি নাগরিকদের আটক ও ফেরত পাঠানোর বিষয়েও প্রশ্ন করা হলে, মুখপাত্র বলেন, অবৈধ অভিবাসীদের খুঁজে বের করা ও ফেরত পাঠানো নিরাপত্তার বাহিনীর কাজ এবং তারা এই কাজ করে যাচ্ছে।

এম.কে
০৪ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

অনেকের জীবনের হুমকি আছে, আমরা তাদের আশ্রয় দিয়েছিঃসেনাপ্রধান

করোনায় বঙ্গবন্ধুর সহচর আজিজুর রহমানের মৃত্যু

অনলাইন ডেস্ক

সিলেটের রায়হান হত্যাঃ এসআই আকবরের জামিনে ক্ষোভের ঝড়