বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য কাঁচা তুলার আমদানিতে নতুন ধারা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে ভারতের আধিপত্যপূর্ণ অবস্থানকে টপকে বর্তমানে ব্রাজিল শীর্ষ সরবরাহকারী দেশ হিসেবে উঠে এসেছে।
২০২৪-২৫ বিপণন বছরে বাংলাদেশের মোট তুলা আমদানি ৮.২৮ মিলিয়ন বেল পৌঁছেছে। এর মধ্যে ব্রাজিল সরবরাহ করেছে ১.৯ মিলিয়ন বেল, যা মোট আমদানির প্রায় ২৫ শতাংশের সমান। এক সময় শীর্ষে থাকা ভারত এখন ১.৪ মিলিয়ন বেল সরবরাহ করে দ্বিতীয় অবস্থানে নেমেছে।
যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয় (ইউএসডিএ) জানাচ্ছে, ভারত এখনও বাংলাদেশের তুলা ও সুতা আমদানের প্রধান উৎস হিসেবে রয়েছে, যেহেতু মোট আমদানি ৮২ শতাংশ ভারতের কাছ থেকে আসে। তবে নতুন শাসকগোষ্ঠীর কার্যক্রম এবং নীতি পরিবর্তনের প্রভাবে ব্রাজিলের প্রাধান্য বেড়েছে।
বাংলাদেশের তৈরি পোশাক খাত দেশের রপ্তানি আয় ও জাতীয় প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। ২০২৪-২৫ অর্থ বছরে রপ্তানি থেকে প্রাপ্ত আয় দেশের জিডিপির প্রায় ১০ শতাংশ অবদান রাখছে। খাতে নিয়োজিত প্রায় ৪০ লাখ মানুষের মধ্যে সংখ্যাগরিষ্ঠ নারী। স্পিনিং শিল্পে কাঁচা তুলা ব্যবহার হয় সুতির সুতা ও মিশ্র সুতা উভয় প্রকারের জন্য।
বর্তমানে বাংলাদেশে কাঁচা তুলার অন্যান্য গুরুত্বপূর্ণ সরবরাহকারী দেশ হলো যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং পশ্চিম আফ্রিকার কিছু দেশ। ইউএসডিএ’র প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর তুলা আমদানি ৭.৮ মিলিয়ন বেল ছিল, যা ২০২৪-২৫ সালে ৫.২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে।
সূত্রঃ ইন্ডিয়া টু’ডে
এম.কে

