14.4 C
London
August 25, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযানঃ আরও চার দোকান বন্ধ

ডেভন ও কর্নওয়াল পুলিশ এবং ‘হার্ট অব দ্য সাউথ ওয়েস্ট ট্রেডিং স্ট্যান্ডার্ডস সার্ভিস’-এর যৌথ অভিযানে হোনিটনের ‘কারিনা স্টোর’ থেকে বিপুল পরিমাণ নকল ও অবৈধ তামাক জব্দ করার পর দোকানটি তিন মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। প্রথমে ১৫ জুলাই একটি ৪৮ ঘণ্টার সাময়িক বন্ধের আদেশ জারি করা হয়। পরে ১৭ জুলাই প্লাইমাউথ ম্যাজিস্ট্রেটস কোর্ট দোকানটি সম্পূর্ণ তিন মাসের জন্য বন্ধ রাখার আদেশ দেয়।

 

অভিযানে পুলিশ দোকান থেকে নগদ অর্থ ও নকল তামাকদ্রব্য জব্দ করে। হোনিটনের স্থানীয় বিট ম্যানেজার ক্রেইগ আমারিলি জানান, স্থানীয়দের অভিযোগ ও তথ্যের ভিত্তিতে মাত্র ১৩ দিনের মধ্যেই তারা তদন্ত সম্পন্ন করে দ্রুত আইনি ব্যবস্থা নিতে সক্ষম হন। এতে করে বিপজ্জনক তামাক ও ভ্যাপ পণ্য এলাকার বাজার থেকে সরিয়ে ফেলা সম্ভব হয়েছে।

ক্রেইগ আরও বলেন, “স্থানীয় জনগণের সহযোগিতা ছাড়া এত দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হতো না। আমরা তাদের ধন্যবাদ জানাই এবং আশা করি ভবিষ্যতেও এরকম সহযোগিতা অব্যাহত থাকবে।”

পুলিশ জানিয়েছে, হোনিটনের এই ঘটনাটি বিচ্ছিন্ন নয়। এর আগে একই ধরনের অপরাধে পেইন্টনের প্যালেস মিনি মার্কেট, টাওয়ার স্টোর, পেইন্টন এক্সপ্রেস এবং টর্কের আমেরিকান শপসহ চারটি দোকানের বিরুদ্ধেও একই মেয়াদের বন্ধের আদেশ জারি করা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নকল তামাক ও ভ্যাপ পণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি এবং এই ধরনের অপরাধ রোধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ ও ট্রেডিং স্ট্যান্ডার্ডস সংস্থা।

সূত্রঃ বিবিসি

এম.কে
২৪ জুলাই ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্য ইউরোপীয় বাণিজ্য অঞ্চলে যোগ দিতে পারেঃ যুক্তরাজ্যের বানিজ্য সচিব

আন্তর্জাতিক দুর্নীতিতে জড়িত ২২ ব্যক্তি যুক্তরাজ্যে নিষিদ্ধ

নিউজ ডেস্ক

শরণার্থী হোটেলের একদিনঃ যুক্তরাজ্যের সবচেয়ে বিতর্কিত আবাসনের চিত্র