21.4 C
London
July 16, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

দক্ষিণ-পূর্ব লন্ডনে পাইপ ফেটে ভয়াবহ জলাবদ্ধতা, লন্ডন এলাকাজুড়ে হাজার হাজার মানুষ পানিবিহীন

লন্ডনের বারমন্ডসিতে ভোর রাতে পানির পাইপ ফেটে বিস্তৃত এলাকা প্লাবিত হয়েছে। ভয়াবহ জলাবদ্ধতার কারণে আশপাশের বহু এলাকা পানির অভাবে ভুগছে, এবং কিছু বাড়ি খালি করে দিতে হয়েছে।

রবিবার ভোর ৪টা ১৫ মিনিটে ইলডারটন রোডে পাইপ ফেটে গেলে বিশাল জলরাশি রাস্তায় ছড়িয়ে পড়ে। বাসিন্দাদের অনেকেই জানিয়েছেন, তারা এমন দৃশ্য এর আগে কেবল প্রাকৃতিক দুর্যোগেই দেখেছেন।

স্থানীয় এক বাসিন্দা অ্যাশ বলেন, “ব্রিজ থেকে শুরু করে ট্রেন স্টেশন পর্যন্ত রাস্তায় পানি চলে আসে। মনে হচ্ছিল সুনামি নেমে এসেছে।”

থেমস ওয়াটার জানিয়েছে, ইঞ্জিনিয়াররা কাজ করছে এবং বেশিরভাগ এলাকায় এক-দুই ঘণ্টার মধ্যে পানি ফিরে আসতে পারে। তবে শুরুতে পানির চাপ কম থাকতে পারে।

পানির সংকটে ভোগা পোস্টকোড এলাকাগুলো হলো: SE1, SE4, SE5, SE8, SE11, SE14, SE15, SE16, SE17, SW4, SW8 এবং SW9।

ক্ষতিগ্রস্তদের সহায়তায় একটি রেস্ট সেন্টার চালু করেছে কর্তৃপক্ষ। থেমস ওয়াটার জানায়, তারা এলাকার বাসিন্দাদের সহায়তা করছে এবং নিরাপত্তার জন্য রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু রাখা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই থেমস ওয়াটার-এর সমালোচনা করেছেন। লেসলি ম্যাকগিভার্ন লেখেন, “এক বিশাল পানির লিক হয়েছে, ঘরবাড়ি খালি করা হয়েছে—জানি না থেমস ওয়াটার ঠিক করতে কত সময় নেবে।”

থেমস ওয়াটার জানিয়েছে, তারা যত দ্রুত সম্ভব পুরো এলাকায় পানির সরবরাহ স্বাভাবিক করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে।

সূত্রঃ দ্য মেট্রো

এম.কে
১৬ জুলাই ২০২৫

আরো পড়ুন

সুনাকের ‘বালির দুর্গ’ কতোদিন টিকে থাকবে

চ্যানেল পারাপারে নতুন চুক্তিঃ ফ্রান্সে ফেরত যাবে অনেকে, যুক্তরাজ্যে আশ্রয় পাবে বাছাইকৃতরা

চীন সফর বাতিল, পদত্যাগের চাপ বাড়ছে টিউলিপের