7.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

দক্ষ কর্মীদের কাছে জার্মানিকে আকর্ষণীয় করে তুলতে চায় জার্মান সরকার

‘ডিপোর্ট’ বা জোর করে ফেরত পাঠানোর সংখ্যা বাড়ানো, আশ্রয় প্রক্রিয়া দ্রুত শেষ করা এবং নগদ অর্থের পরিমাণ কমানো—২০২৪ সাল থেকে এভাবে আশ্রয়প্রার্থীদের নিরুৎসাহিত করতে চায় জার্মানি৷ একই সঙ্গে দক্ষ কর্মীদের জন্য অভিবাসন প্রক্রিয়া সহজও করতে চায় দেশটি৷

নতুন বছরের অভিবাসন নীতির ক্ষেত্রে সরকারের অবস্থান সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন চ্যান্সেলর ওলাফ শলৎস৷ ডিসেম্বরে সংবাদমাধ্যম ডেয়ার স্পিগেলকে দেয়া এক সাক্ষাৎকারে আশ্রয় আবেদন বাতিল হওয়া অভিবাসীদের ডিপোর্টের পক্ষে নিজের অবস্থান জানিয়েছিলেন তিনি৷

সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের প্রথম ছয় মাসে সাত হাজার ৮৬১ জনকে ডিপোর্ট করেছে জার্মানি৷ এ সংক্রান্ত একটি আইনের সংশোধনও করেছে দেশটি, তাই আশা করা হচ্ছে ডিপোর্টের সংখ্যা সামনের দিনগুলোতে আরো বাড়বে৷

আশ্রয় আবেদন বাতিল হওয়া অভিবাসীদের ডিপোর্টের আগে ২৮ দিন আটক রাখার অনুমতি দেয়া হয়েছে আইনে৷ কাউকে আটক করার ক্ষেত্রে তার ঘরে তল্লাশি চালানোর অনুমতিও দেয়া হয়েছে পুলিশকে৷

মানবপাচারসহ বিভিন্ন অপরাধে জড়িত এবং সন্দেহভাজনদেরও দ্রুত ডিপোর্ট করা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার৷

জর্জিয়া, মলডোভা, কেনিয়া, কলম্বিয়া, উজবেকিস্তান এবং কিরগিজস্তানের সঙ্গে অভিবাসন বিষয়ক চুক্তির আলোচনা করছে জার্মানি, যদিও জার্মানিতে সবচেয়ে বেশি আশ্রয়প্রার্থী এসেছেন সিরিয়া, আফগানিস্তান এবং তুরস্ক থেকে৷ তবে এসব দেশের সঙ্গে চুক্তির উদ্দেশ্য হচ্ছে, দেশগুলোকে ‘নিরাপদ দেশ’ স্বীকৃতি দেয়া৷ এর ফলে, এসব দেশ থেকে আসা আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দিতে পারবে জার্মানি৷ গত নভেম্বরে জর্জিয়া এবং মলডোভাকে ‘নিরাপদ দেশ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে জার্মানি৷

তুরস্কের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি নবায়নের বিষয়টি আলোচনায় রয়েছে৷ জার্মানিও চায় চুক্তিটি নবায়ন হোক৷ কারণ, ওই চুক্তির মধ্য দিয়ে তুরস্ক থেকে আসা আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেয়ার বিষয়টি সহজতর হবে৷

আশ্রয়প্রার্থীদের জন্য যখন কঠোর সব ব্যবস্থা নেয়া হচ্ছে, তখন দক্ষ কর্মীদের কাছে জার্মানিকে আকর্ষণীয় করে তুলতে নেয়া হচ্ছে নানা পদক্ষেপ৷

ভাষার দক্ষতা এবং পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে যোগ্য বিদেশিদের পয়েন্ট সিস্টেমে এক বছরের ভিসা দেবে জার্মানি৷ এই সময়টায় তাকে এ দেশে চাকরি খোঁজার সুযোগ দেয়া হবে৷ আয়ের সীমাও কমানো হয়েছে, ফলে পরিবারের সদস্যদেরও জার্মানিতে আনার প্রক্রিয়াটি সহজ হবে৷

আগামী মার্চ থেকে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের মানুষেরাও সরাসরি জার্মানিতে আসতে পারবেন এবং তাদের যোগ্যতার ভিত্তিতে কাজ করতে পারবেন৷

পশ্চিম বলকান অঞ্চলের মানুষের জন্য বিশেষ অভিবাসন কোটা জুনে দ্বিগুণ করে ৫০ হাজারে উন্নীত করা হবে বলে সংবাদমাধ্যমের খবরে জানা যায়৷

সূত্রঃ ডেয়ার স্পিগেল

এম.কে
১১ ফেব্রুয়ারি ২০২৪

 

আরো পড়ুন

কর্মী নিতে লটারি ছেড়েছে দক্ষিণ কোরিয়া

বছরে ৩ লাখ অনিয়মিত অভিবাসীকে নিয়মিত করবে স্পেন

দাসত্বপ্রথা নিয়ে নেদারল্যান্ডসের রাজার ক্ষমা প্রার্থনা